সত্যিকারের সবজান্তা-মা দিবস

 ধারণা করা হয়, ১৭ শতকের এক রাশিয়ান নারী আজকের দিনে জীবিত থাকলে সবচেয়ে বেশি মা দিবসের শুভেচ্ছা পেতেন। তাঁর সম্পর্কে শুধু এটুকুই জানা যায়, তিনি ছিলেন ফিওদর ভাসিলিয়েভ নামের একজন কৃষকের স্ত্রী। ৬৯ সন্তানের জননী ছিলেন তিনি!
 অধিকাংশ ভাষায়ই ‘মা’ শব্দের সমার্থক শব্দটি শুরু হয় ‘ম’ দিয়ে।
 ১৯০৭ সালে মা দিবসের প্রয়োজনীয়তা প্রথম অনুভব করেন আনা জারভিস নামে একজন আমেরিকান মহিলা।
 মা দিবসের প্রবক্তা হলেও আনা জারভিস এই দিবসটির বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে ছিলেন। তিনি বলেছিলেন, ‘একটি ছাপানো কার্ডের অর্থ হলো, যে মানুষটির অবদান আপনার জীবনে সবচেয়ে বেশি, তাঁর জন্য দু কলম লেখার সময়ও আপনার হয় না। আর চকলেট? মায়ের জন্য যে চকলেটের বাক্সটি আপনি নিয়ে যান, তার বেশির ভাগই আপনার পেটে যায়!’
 অনেক দেশে মাদারস ডে ‘মাদারিং সানডে’ নামেও পরিচিত।
 মা দিবসের উপহার হিসেবে সাদা কার্নেশন ফুল সবচেয়ে জনপ্রিয়।
 মা দিবস বিশ্বের তৃতীয় বৃহত্তম কার্ড আদানপ্রদানকারী দিবস।
 যুক্তরাষ্ট্রে এক সমীক্ষায় দেখা গেছে, মা দিবসে অন্যান্য দিনের তুলনায় বেশি ফোন করা হয়।
মো. সাইফুল্লাহ
উইকিপিডিয়া অবলম্বনে

No comments

Powered by Blogger.