ক্রিকেটামৃত-গ্রন্থনা করেছেন আলিয়া রিফাত

ব্যাটসম্যান, বোলার এবং ক্রিকেট-সংশ্লিষ্ট কতজন যে ক্রিকেট নিয়ে কত মজার মজার কথা বলেছেন তার ইয়ত্তা নেই। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে সেসব নিয়েই আমাদের এই ধারাবাহিক আয়োজন।  ক্রিকেট খেলাটা আর একটু মজার হলে ভালো হয়। আমার মনে হয় ক্রিকেটারদের ম্যাচের পরে নয়, আগেই পান করতে দেওয়া উচিত।


আমাদের পিকনিকের সময় ক্রিকেট ম্যাচগুলো এভাবেই জমে ওঠে।
পল হোগান, মার্কিন অভিনেতা।
 ...এবং স্কোর শূন্য। ঠিক কেবল পাড়া একটা ডিমের মতো নিষ্পাপ।
সিধু, সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার।
 শ্রীলঙ্কার স্কোর বোর্ড ভারতীয় ট্যাক্সিমিটারের মতো দৌড়াচ্ছে।
সিধু
ভারতীয় সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার।
 ওহে টাফনেল, আমরা কি তোমার ব্রেনটা ধার নিতে পারি? আমরা একটা গর্দভ বানাচ্ছি।
ফিল টাফনেলের উদ্দেশে জনৈক দর্শক।
 এগিয়ে আসছেন ফ্লিনটফ। তাঁর ছায়া পেছনে। আর কোথায়ই বা যাবে?
হেনরি ব্লোফেল্ড, সাবেক ক্রিকেটার ও ক্রীড়াসাংবাদিক।
 ইংরেজরা জাতি হিসেবে তেমন ধার্মিক নয়। অনন্তকাল সম্পর্কে ধারণা পাওয়ার জন্যই তারা ক্রিকেট খেলা আবিষ্কার করেছে।
জর্জ বার্নার্ড শ, সাহিত্যিক।
 একদিনের ক্রিকেট হলো প্রদর্শনী। টেস্ট ক্রিকেট হলো পরীক্ষা।
হেনরি ব্লোফেল্ড।
 মাত্র একটা ম্যাচ খেলার জন্য আমি অস্ট্রেলিয়ায় যাব না। ক্রিকেট বোর্ডকে আমার সিদ্ধান্তের কথা জানাইনি। তার প্রয়োজন নেই। কারণ, তারা আমাকে এখনো জানায়নি আমি নির্বাচিত হয়েছি কি হইনি।
ইনজামাম-উল হক, পাকিস্তানি সাবেক ক্রিকেটার।
 চমৎকার! এই পিচ গাজর চাষের জন্য বেশ উপযোগী।
অ্যান্ডি অ্যাটকিনসন আইসিসির গ্রাউন্ড পরিদর্শক, বারমুডার নতুন পিচ সম্পর্কে।
 দর্শক আমার ব্যাটিং দেখতে এসেছে, তোমার বোলিং নয়।
প্রথম বলেই বোল্ড আউট হওয়ার পর স্টাম্প ঠিক করতে করতে ডব্লিউ জি গ্রেস, ইংরেজ সাবেক ক্রিকেটার।
 টসে জিতলে প্রথমে ব্যাট করুন। যদি সন্দেহ থাকে, আগে চিন্তা করুন, তারপর ব্যাট করুন। সিদ্ধান্ত নিতে না পারলে কোনো সতীর্থের সঙ্গে কথা বলুন এবং ব্যাট করুন।
ডব্লিউ জি গ্রেস, ইংরেজ সাবেক ক্রিকেটার।
 শ্রীকান্ত নিরামিষভোজী। তার মুখে মাছি ঢুকে গেলে সে সমস্যায় পড়বে।
সুনীল গাভাস্কার, ভারতীয় সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার।
 বিশ্বাস করুন আর না-ই করুন, স্লো মোশনে বলটা আরও বেশি সময় ধরে বাতাসে ভাসছিল।
ডেভিড অ্যাকফিল্ড, ইংরেজ সাবেক ক্রিকেটার।
 দিনে ২০টি সিগারেট খেয়ে কারও পক্ষে জোরে বল করা সম্ভব নয়।
ইংরেজ সাবেক ক্রিকেটার ফিল টাফনেল, স্পিনার হলেন কেন—এমন প্রশ্নের জবাবে।

No comments

Powered by Blogger.