সাকিব, চাই তুলির শেষ আঁচড়! by তারেক মাহমুদ

সাকিব, একটা ফিনিশিং টাচ চাই। চাই এমন একটা স্পর্শ, যাতে পাথর সোনা হয়ে যাবে। অসম্ভব হয়ে যাবে সম্ভব।
সাকিব আল হাসানের কাছে অসম্ভব আসলে কিছুই নয়। ভারত, শ্রীলঙ্কা সেটা বুঝেছে। এবার পাকিস্তানের পালা। সেই পাকিস্তান, ১৯৯৯ বিশ্বকাপের পর যাদের আর হারাতে পারেনি

বাংলাদেশ। আজ অতৃপ্তি ঘোচানোর সেরা সুযোগ সামনে। সাকিবের স্পর্শে হতাশার জমাট পাথর সোনা হয়ে যাবে।
সাকিব সবই পারেন, অন্তত আজকের আগ পর্যন্ত পেরেছেন। তিনি বাংলাদেশের সীমানা ছাড়িয়ে যাওয়া এক ক্রিকেটার। আজও সাকিবই বাংলাদেশকে জেতাবেন—সবাই এই আশাতেই তাকিয়ে আছে তাঁর ব্যাটের দিকে। শুধু ব্যাট? বল হাতেও তো সাকিব দলের স্বপ্ন পূরণের রূপকার।
এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত বাংলাদেশের দুই জয়। দুই জয়েই ম্যান অব দ্য ম্যাচ সাকিব। বাংলাদেশকে ফাইনালে তোলার নায়ক। সাফল্যের ছবিটা এত সুন্দর করে এঁকে এনে তুলির শেষ আঁচড় সাকিব দেবেন না, তা কী করে হয়! সাকিবের দিকে আজ তাকিয়ে থাকবে শিরোপা-বুভুক্ষু বাংলাদেশ। সাকিব নিশ্চয়ই নিরাশ করবেন না। আবারও উল্লাসে ভাসাবেন দুঃখ-কষ্ট, জরা-ব্যাধির দেশটাকে।
পরশু শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠার পর সাকিব স্বীকার করেছেন, ভালো লাগার অনুভূতি প্রকাশের ভাষা তাঁর অভিধানে নেই। সব পারলেও পারছেন না মনের ভেতর উথলে ওঠা আনন্দের ঢেউ সবার মধ্যে ছড়িয়ে দিতে। তিনি বাকরুদ্ধ। সেই সাকিবকেই কাল দুপুরে যখন সোনারগাঁও হোটেলের লবিতে পাওয়া গেল, নিরাবেগ এক পেশাদার তরুণের মূর্তি যেন! কী হবে ফাইনালে? সাকিব হাসেন, ‘কী হবে? ভালো খেললে জেতার সম্ভাবনা থাকবে।’ এ তো প্রশ্নকর্তারও জানা! যাঁর হাতে জয়ের কাঠি, তিনি একটু বেশি বলবেন না? না, বলবেন না। বলার দরকারও নেই। সাকিব বরং করে দেখাক, যেমন দেখাচ্ছেন।
পরশু রাতে বিদেশি এক সাংবাদিক সাকিবের কাছে জানতে চাইলেন, ‘বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক সমালোচনা হয়। কিন্তু তুমি তো ব্যতিক্রম। তোমার এসব শুনে খারাপ লাগে না?’ সোজাসাপ্টা উত্তর পেলেন ওই সাংবাদিক, ‘না, আমি এসব নিয়ে ভাবি না। কে কী বলল, এসব ভেবে কী হবে? আমার কাজ ভালো খেলা। ভালো খেলে দলের জন্য কিছু করা। ভালো খেলে, দলকে জিতিয়ে নিজে সন্তুষ্ট হতে পারলেই হলো।’
এখন পর্যন্ত যা করেছেন, আজ শূন্য হাতে ফিরলেও কারও কিছু বলার থাকবে না। প্রত্যাশার চাপ তাই সাকিবের নেওয়ারই দরকার নেই। কিন্তু তিনি নিজেই নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যে আরও কিছু করার তাড়না থাকেই। ভারতের পর শ্রীলঙ্কাকে হারিয়েও সাকিব তাই বলতে পারেননি, এটাই জীবনের সেরা রাত। বরং বলেছেন, ‘চ্যাম্পিয়ন হতে পারলে বলতে পারব সেটাই সেরা মুহূর্ত।’
এশিয়া কাপের শেষ রাতে আজ আতশবাজি ফুটবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আতশবাজির উৎসবটা যেন আরও রঙিন করে তুলতে পারেন সাকিব!

No comments

Powered by Blogger.