মুজিবনগরের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বরখাস্তের আদেশ স্থগিত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান জারজীস হোসেনের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের বহিস্কারের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সরকারের সংশ্রিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আজ বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার দেবাশীষ রায় চৌধুরী ও মিথুন রায় চৌধুরী।
গত ২ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান জারজীস হোসেনকে বরখাস্ত করা হয়। তাদের বিরুদ্ধে মুজিবনগর থানায় দায়ের করা ফৌজদারি মামলায় চার্জশিট গৃহীত হওয়ায় বরখাস্ত করা হয়। পরে এই বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন তারা। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত আজ বরখাস্তের আদেশ স্থগিত করেন আদালত। এর আগে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছের বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

No comments

Powered by Blogger.