মাদারীপুরে হামলা, বাড়ি দোকানপাটে ভাঙচুর

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় দুজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, কালিকাপুরের ইসলাম মাতুব্বর ও কবির মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গতকাল সকাল ১০টার দিকে বোমা ফাটিয়ে ইসলাম মাতুব্বর তাঁর লোকজন নিয়ে প্রথমে কবির মাতুব্বরের বাড়িতে হামলা চালান। পরে তাঁরা কবির মাতুব্বরের পক্ষের লোকজনের আরও সাতটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান। কবির মাতুব্বরের পক্ষের এহসানমাতুব্বরের বাড়িতে হামলা চালানো হয়েছে। এহসান মাতুব্বরের অভিযোগ, কালিকাপুর ইউপির চেয়ারম্যান এজাজ আকনের উপস্থিতিতে এ ঘটনা ঘটেছে। হামলায় আহত দুজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কবির মাতুব্বরের স্ত্রী রাসেদা বেগম বলেন, ‘বাড়িঘরে হামলার পর তারা ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। স্থানীয় চেয়ারম্যান এজাজ আকন পাশে দাঁড়িয়ে ছিলেন,
তিনি কোনো প্রতিবাদ করেননি। উল্টো আমাদের মামলার ভয় দেখান।’ কবির মাতুব্বর বলেন, ‘ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে জানিয়েছি।’ ইসলাম মাতুব্বর বলেন, ‘আমার সঙ্গে জমি নিয়ে কবিরের কথা-কাটাকাটি হয়েছে মাত্র। হামলা, ভাঙচুরের বিষয়ে আমি কিছু জানি না।’ স্থানীয় বাসিন্দা মুদি দোকানদার মো. মুরাদ বলেন, হামলাকারীরা শুধু বাড়িঘরে হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি, তারা সোবাহান, ইমাম ও জহিরুলের দোকানেও হামলা চালিয়ে মালামাল লুট করে নিয়ে গেছে। অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান এজাজ আকন বলেন, ‘আমি ঘটনার কথা শুনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এলাকার লোকজন আমার বিরুদ্ধে বাড়িয়ে বাড়িয়ে বলছে। তবে আমি যতটুকু জানি, ইসলাম মাতুব্বর ও কবির মাতুব্বরের সঙ্গে জমি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল।’ মাদারীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আবু নাঈম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টির তদন্ত চলছে।

No comments

Powered by Blogger.