সাঁথিয়ায় প্রধান শিক্ষককে মারপিট অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি

পাবনার সাঁথিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়নুল হককে মারপিটের অভিযোগে গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটির তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অথচ কোন এক রহস্যজনক কারণে অভিযুক্ত সহকারী শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে প্রশাসনিক কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হয়নি। এমনকি পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা তাকে সাঁথিয়া পৌর এলাকার বাইরে বদলীর সুপারিশ পত্রটি ফাইল চাপা দিয়ে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, সাঁথিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়নুল হক গত বছরের ২৪ সেপ্টেম্বর সহকারি শিক্ষক মোঃ রুহুল আমিনকে ৪র্থ শ্রেনীর নিদ্ধারিত ক্লাসে পাঠদানে যেতে বলেন। এতে সহকারি শিক্ষক ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষককে কিলঘুষি মারতে থাকে। এ ঘটনা প্রত্যক্ষ করে সহকারি শিক্ষক শফিকুল ইসলাম ও জুলকার নাইন ছুটে এসে রুহল আমিনের কবল থেকে প্রধান শিক্ষককে উদ্ধার করেন।
সাঁথিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়নুল হক গত ২৪ সেপ্টেম্বর সহকারি শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সাঁথিয়া উপজেলা শিক্ষা অফিসার ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সদ্যরা হলেন, সাঁথিয়া উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান, মোঃ মাজহারুল ইসলাম ও মোঃ ঈমান আলী। তদন্ত কমিটি অভিযোগ সরেজমিন তদন্ত করেন। তারা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বক্তব্য গ্রহন করে অভিযোগের সত্যতা পান। তদন্ত কমিটি গত বছরের ২ অক্টোবর নং- উশিঅ/সাঁথি/১৬ স্মারক পত্রে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সাঁথিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আমির হোসেন তদন্ত প্রতিবেদনের আলোকে এবং এলাকার গুণীব্যক্তিদের পরামর্শে গত বছরের ৯ অক্টোবর নং-উশিঅ/সাঁথিয়া/পাবনা/১০৮৩ স্মারক পত্রে পাবনা জেলা শিক্ষা কর্মকর্তাকে অভিযুক্ত শিক্ষককে পৌর এলাকার বাইরে প্রশাসনিক বদলীর জন্য জন্য সুপারিশ করেছেন। কিন্তু কোন এক রহস্যজনক কারণে জেলা শিক্ষা কর্মকর্তা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক শাস্তিতো দুরের কথা বদলীর সুপারিশ আমলে নেননি।

No comments

Powered by Blogger.