সিটিং সার্ভিস বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানালেন মন্ত্রী

সিটিং সার্ভিসের নামে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অবৈধ পন্থা বন্ধে বাস মালিকরা রাজি হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, ‘সিটিং সার্ভিস করা হয়েছে শুধু অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য। মালিকরাই এটা করেছিল এখন মালিকরাই তা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আশাকরি এটা কার্যকর হবে।’
বুধবার সকালে মানিক মিয়া অ্যাভিনিউতে বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন। এসময় মন্ত্রী আরও বলেন, 'গণপরিবহনে পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে। আগে শুধু আর্থিক জরিমানা করা হতো। বর্তমানে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ডের বিষয় থাকায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।' অবস্থার আরও উন্নতির জন্য ভবিষ্যতে মোটরযান আইনে চালকদের পাশাপাশি মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিধান সংযোজন করা হবে বলে জানান তিনি।

No comments

Powered by Blogger.