গরু পাচারকারী সন্দেহে ভারতে একজনকে পিটিয়ে হত্যা

গরু পাচারকারী সন্দেহে ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় এক ব্যক্তিকে পিটিয়ে মেরেছে গোরক্ষকরা। নিহত ব্যক্তির নাম পেহেলু খান, তিনি হরিয়ানার বাসিন্দা। প্রসঙ্গত, নিহত ব্যক্তি গরু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কাজ করতেন। সেটাকে গরু পাচার ভেবে একদল গোরক্ষক তাকে বেধড়ক মারেন। এরপর তাকে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে হাসপাতালেই তার মৃত্যু হয়।
এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ সূত্রে জানা যায়, এই ঘটনায় পেহেলু ছাড়া আরও চারজনকে বেধড়ক পেটায় গোরক্ষকরা। সূত্রের খবর, আক্রান্ত ব্যক্তিরা গোরক্ষকদের সমস্ত বৈধ তথ্যও দেখিয়েছিলেন, যেখান প্রমাণ ছিল, তারা গরুগুলো কিনেছিলেন। ঘটনাটি ঘটে গত পয়লা এপ্রিল আট নম্বর জাতীয় সড়কে। বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরঙ্গ দল থেকে স্বীকৃতিপ্রাপ্ত গোরক্ষকরা সন্দেহ করে ওই ব্যক্তিরা গরু পাচার করছে। এরপরই তাদের ওপর শুরু হয় বেধড়ক মার। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ছ’জন ব্যক্তিসহ দুশ’জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।

No comments

Powered by Blogger.