৭১ বছর দাম্পত্য জীবন শেষে দুজনের মৃত্যু চার মিনিটের ব্যবধানে

‘মৃত্যুও আমাদের আলাদা করতে পারবে না’, বেঁচে থাকা অবস্থায় বারবার বলতেন ব্রিটেনের বৃদ্ধ দম্পতি। ৭১ বছরের বিবাহিত জীবন তাদের। দু’জনের প্রতি দু’জনের ভালোবাসা এতটাই দৃঢ় ছিল যে কেউ কাউকে ছেড়ে থাকতে পারতেন না। অবশেষে তাদের কথাই মিলে গেল। মৃত্যুও তাদের আলাদা করতে পারল না। একজনের মৃত্যুর চার মিনিটের ব্যবধানে আরেকজনও চলে গেলেন সেই একই না ফেরার জগতে। খবর ইন্ডিপেন্ডেন্টের। কয়েক মাস ধরে ডিমেনশিয়ায় ভুগছিলেন স্বামী উইলফ রাসেল। ৯৩ বছরের উইলফ তার ৯১ বছরের স্ত্রী ভেরাকেও চিনতে পারছিলেন না। সেই দুঃখে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে যান ভেরা উইলফও। ডিমেনশিয়ায় আক্রান্ত উইলফ যখন একটি কেয়ার হোমে রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন তার থেকে ঠিক চার মিনিটের ব্যবধানে অপর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্ত্রী ভেরা। যদিও স্ত্রী তার স্বামীর মৃত্যুর খবর জানতেন না। এই খবরটি সেখানকার স্থানীয় সংবদমাধ্যমকে দেন দম্পতির নাতনি স্টেফানি ওয়েলচ।
স্টেফানি জানিয়েছেন, তিনি তার দাদির সঙ্গে দেখা করতে রোববার হাসপাতালে গিয়েছিলেন। সেখানে মৃত্যুর ঠিক আগের মুহূর্তে তিনি বলেন, তারা দু’জন দম্পতি হিসেবে একেবারে নিখুঁত। নাতনি জানিয়েছেন, দাদা মারা গিয়েছেন ৬টা ৫০ মিনিটে, দাদি ৬টা ৫৪ মিনিটে। উইলফের সঙ্গে ভেরার দেখা সেই কৈশোরে। সে সময় উইলফের বয়স ছিল ১৮, ভেরা ১৬। তাদের দুই ছেলে রয়েছে। পাঁচ নাতি-নাতনি, তাদেরও সাতজন সন্তান রয়েছে। আবার নাতি নাতনিদেরও দুটি নাতি হয়ে গেছে। ভরা সংসার রেখে এবার এই বৃদ্ধ দম্পতি পাড়ি দিলেন মহাসিন্ধুর ওপারে চিরশান্তির খোঁজে, একে অপরের আশ্রয়ে।

No comments

Powered by Blogger.