আর কত বয়স হলে বয়স্ক ও বিধবা ভাতা পাবেন বেওয়া

নওগাঁর রাণীনগরের ঠুনি বেওয়া (৮৫) বয়সেও বয়স্ক ও বিধবা ভাতা থেকে বঞ্চিত। আর কত বয়স হলে এই বৃদ্ধা ঠুনি বিবি বয়স্ক ও বিধবা ভাতা পাবেন । কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়ালেও তার ভ্যাগে জোটেনি বয়স্ক ও বিধবা ভাতা। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরে বাসা বেধেছে নানান রোগ-ব্যাধি। কানে শুনতে পান না। বয়সের ভারে শরীর একেবারে নূয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ১নং খট্টেশ্বর ইউপির পশ্চিম বালুভরা গ্রামের মৃত-সাহেবুল্লা শাহের স্ত্রী ঠুনি বিবি। তার জন্ম ১৯৩২ সালের এপ্রিল মাসে। তার ৩ ছেলে ও ১ মেয়ে। তার স্বামী প্রায় ৪০ বছর আগে মারা গেছেন। ছেলেদের সাংসারিক অবস্থাও ভালো নয়। তিনি বর্তমানে ২নং ছেলের পরিবারের সঙ্গে আছেন। তার দ্বিতীয় ছেলের ৪ মেয়ে ও ১ ছেলে আছে। ঠুনি বিবির ছেলে গরু-ছাগল পালন ও কৃষি জমিতে কাজ করে কোন মতে সংসার চালান। ঠুনি বেওয়া দ্বিতীয় ছেলে আব্দুল রাজ্জাক (৬২) জানান, আমরা গরীব মানুষ।
মায়ের এই বয়সে যেমন যতœ প্রয়োজন তেমনটি আমরা করতে পারি না। আমরা দিন আনি দিন খাই। আমরা অনেক চেষ্টা করেছি আমার মায়ের ভাতার বিষয়ে। কিন্তু স্থানীয় মেম্বার কিংবা অফিসে গেলেই তারা ঘুষ চায়। তাই আমার মা যদি বয়স্ক কিংবা বিধাব ভাতা পেত তাহলে তার আরো বেশি বেশি যতœ করাও আমাদের পক্ষে সম্ভব হতো। অথচ আমাদের চেয়ে অনেক ভালো ও স্বচ্চল মানুষরা বয়স্ক/বিধাব ভাতার সুবিধা ভোগ করে আসছে দীর্ঘদিন যাবত। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: আসাদুজ্জামান পিন্টু জানান, বর্তমানে আমাদের হাতে আর কোন সুযোগ নেই। তাই আগামীতে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তার জন্য কোন না কোন ভাতার ব্যবস্থা করার জন্য চেষ্টা করবো। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: আব্দুল হান্নান জানান, বিষয়টি আমার জানা ছিলো না। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে অতিদ্রুত ঠুনি বেওয়াকে ভাতার আওতায় আনার জন্য কাজ করবো।

No comments

Powered by Blogger.