বালিয়াকান্দি স্কলার্স স্কুলের ৯ শিক্ষার্থীর বৃত্তি লাভ

রাজবাড়ী জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের ২০১৭ সালের বৃত্তি পরীক্ষায় বালিয়াকান্দি স্কলার্স স্কুলের ১৫ শিক্ষার্থী প্রথমবার অংশগ্রহন করে। এরমধ্যে ১জন সুপার টেলেন্টপুল, ৪জন টেলেন্টপুল ও ৪জন জেনারেল গ্রেডে বৃত্তি পেয়েছে। এ সাফল্যে অর্জন করায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উল্লাস দেখা যায়। বালিয়াকান্দি স্কলার্স স্কুলের অধ্যক্ষ জাফর আলী মিয়া জানান,
রাজবাড়ী জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের ২০১৭ সালের বৃত্তি পরীক্ষায় ১৫জন শিক্ষার্থী অংশগ্রহন করে। ফলাফলে চতুর্থ শ্রেণীর রওনক জাহান জয়ী সুপার টেলেন্টপুল, তামান্না সুলতানা টেলেন্টপুল, দ্বিতীয় শ্রেণীর মোঃ আবির শেখ টেলেন্টপুল, মোঃ মাহির উদ্দিন টেলেন্টপুল, দিগন্ত বালা টেলেন্টপুল, প্রথম শ্রেণীর অরুপ কুমার মন্ডল জেনারেল গ্রেড, আরিফা জান্নাত জেনারেল গ্রেড, দ্বিতীয় শ্রেণীর মীম জেনারেল গ্রেড, তৃতীয় শ্রেণীর প্রত্যয় কুমার মন্ডল জেনারেল গ্রেডে বৃত্তি পেয়েছে। প্রথমবারই বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ৯ শিক্ষার্থীর বৃত্তি লাভে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে উল্লাস দেখা দিয়েছে।

No comments

Powered by Blogger.