ট্রাম্পের ধমকের মুখেই জাপান সাগরে কিমের মিসাইল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধমক৷ আর তাতে ফুঁসছেন উত্তর কোরিয়ার সর্বময় শাসক কিম জং উন৷ সেই রোষে বুধবার সাত সকালেই ক্ষেপণাস্ত্র ছুঁড়ে শোরগোল ফেলে দিলেন তিনি৷ সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, জাপান সাগরে আছড়ে পড়েছে উত্তর কোরিয়ার মিসাইল৷
মধ্যম মানের কেএন-১৫ মিসাইল ঘিরে উত্তপ্ত প্রাচ্যের রাজনীতি৷ কারণ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকের আগেই রণমূর্তি ধারণ করেছে উত্তর কোরিয়া৷ তাদের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক৷ পিয়ং ইয়ং ও বেইজিংয়ের কূটনৈতিক সম্পর্কের রেশ টেনে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, উত্তর কোরিয়ার ভূমিকায় হস্তক্ষেপ করুক চীন৷ ট্রাম্পের এই মন্তব্যে ক্ষুব্ধ উত্তর কোরিয়ার একনায়ক শাসক কিম জং উন৷ তার নির্দেশে ক্ষেপণাস্ত্র ছোঁড়া উত্তর কোরিয়ার মার্কিনবিরোধী অবস্থানের উত্তর বলেই মনে করা হচ্ছে৷ সপ্তাহ খানেক আগে পর পর চারটি মিসাইল ছুঁড়েছিল এই দেশ৷ পিয়ং ইয়ংয়ের অবস্থানে শঙ্কিত প্রতিবেশী দক্ষিণ কোরিয়া৷ চিন্তিত জাপান৷

No comments

Powered by Blogger.