অবিক্রীত ইশান্ত ঠিকানা পেলেন

নিলামে ২ কোটি রুপি বেস প্রাইস ছিল। তাই হয়তো আইপিএল-এর নিলামে দল পাননি ইশান্ত শর্মা। দু’বার নিলামে তার নাম উঠলেও কোনো ফ্র্যাঞ্চাইজি তাঁকে নিতে আগ্রহী হয়নি। তবে মঙ্গলবার দল পেয়ে গেলেন দিল্লির তারকা পেসার। কিংগস ইলেভেন পঞ্জাব তার বেস প্রাইসেই কিনে নিল বর্তমানে জাতীয় দলের অভিজ্ঞতম পেসারকে। অস্ট্রেলিয়া সিরিজের টেস্ট স্কোয়াডে ছিলেন ইশান্ত। যদিও সব ম্যাচে খেলেননি তিনি। জাতীয় দলে নিয়মিত খেলার সুবাদেই তিনি চেষ্টা করেছিলেন বেস প্রাইস বাড়িয়ে নেওয়ার। তবে তাঁর ভাগ্যে শিঁকে ছেড়েনি। কিংগস ইলেভেন সূত্রের খবর, পেস বিভাগের শক্তি বাড়াতেই নেয়া হলো ইশান্ত শর্মাকে।
আইপিএল-এর শুরু থেকে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ইশান্ত— কলকাতা নাইট রাইডার্স, ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ এবং রাইজিং পুণে সুপারজায়ান্টস। গত মরশুমে ধোনির নেতৃত্বে পুণে সুপারজায়ান্টস দলে খেলেছিলেন ইশান্ত। তবে সে রকম ফর্মে পাওয়া যায়নি দীর্ঘদেহী এই পেসারকে। মাত্র দু’টো ম্যাচে অংশ নেওয়ার পর চোটের কারণে বাইরে চলে যেতে হয়েছিল। তাৎপর্যপূর্ণ ভাবে পুণেতে ইশান্তের বোলিং সঙ্গী ইরফান পাঠানও আইপিএল-এ দল পাননি। টি টোয়েন্টিতে অবশ্য মোটেও হেলাফেলা করার মতো নয় ইশান্তের রেকর্ড। ২৮ বয়সী এই পেসার ১০৭টি টি টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ৮৮টি উইকেট দখল করেছেন। ইকোনমি রেট ৭.৭৫। সেরা বোলিং ১২/৫।

No comments

Powered by Blogger.