সৈয়দপুরে ১১ চোরাই মোটর সাইকেল উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে চোরসহ ১১ মোটরসাইকেল উদ্ধার করেছে সৈয়দপুর থানা পুলিশ। বুধবার দুপুর ১২ টায় ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিস কক্ষে এ তথ্য সাংবাদিকদের জানান। অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোঃ আতিকুর রহমান এ তথ্য জানান। থানার সুত্রে জানা যায়, একটি মোটর সাইকেল চুরির ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর পৌরসভার সামনে থেকে চোরাই মোটর সাইকেল বিক্রির সময় আবুল কালাম ও জাহিদুল ইসলামকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে আরো কয়েকজন চোরকে মোটর সাইকেল চোরকে আটক করে। তারা জানায় আমরা মোটর সাইকেল গুলো নীলফামারীর সৈয়দপুরের শহীদ তুলশীরাম সড়কে মামা এন্টারপ্রাইজে বিক্রি করি। এর প্রেক্ষিতে ৪ এপ্রিল মঙ্গলবার সকালে মামা এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ৭টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। এবং দোকান মালিক আজহার আলী টেক্কা ও কর্মচারী রেজাউল করিমকে গ্রেফতার করা হয়। আটককৃত চোরেরা হলেন গাইবান্ধার মালিবাড়ি, পিতাঃ মৃত দুলা মিয়ার পুত্র আবুল কালাম (৪০),
বগুড়া শাহজাহানপুরের আবুল কাশেমের পুত্র জাহিদুল ইসলাম (৩২), গাইবান্ধা সুলিয়ার হাফিজার রহমানের পুত্র নুর আলম (৩৫), রংপুর কাউনিয়া মাস্টারপাড়ার আবুলের পুত্র মোহাম্মাদ আলী (৩৬), কুড়িগ্রাম জগৎ কুমার গফুরি পুত্র রুপম কুমার (২৯), দিনাজপুর বোচাগঞ্জের এহসান আলীর পুত্র নুরুল আমিন (৪২), একই এলাকার বৃক্ষনাথের পুত্র শ্রী শান্ত কুরাম (৩০)। জব্দকৃত মোটর সাইকেলের মধ্যে ডিসকভার ৪টি, বাজাজ সিটি ১০০ সিসি ৪টি, হোন্ডা ১টি, ডায়োউন ১টি, হুনসেংন ১টি। নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোঃ আতিকুর রহমান বলেন, আমরা চোর সহ ১১টি মোটর সাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং চোরাই মোটর সাইকেল সিন্ডিকেটের মূল হোতাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

No comments

Powered by Blogger.