খালেদাকে বিজেপি সভাপতির ফোন, সরকারকে সংলাপে বসার আহ্বান বি. চৌধুরীর

রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় পুলিশের ছোড়া পেপার স্প্রেতে অসুস্থ বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে ফোন করেছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র সভাপতি অমিত শাহ। তিনি ফোনে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন। গত বুধবার রাত ১০টায় তিনি খালেদা জিয়াকে ফোন করেন। গতকাল সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান গুলশান কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ও ২০দলীয় জোটের শীর্ষ নেতা খালেদা জিয়া ও ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সভাপতি অমিত শাহর মধ্যে কয়েক মিনিট ফোনে কথা হয়। এ সময় বিজেপি সভাপতিকে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন। জবাবে খালেদা জিয়া ফোন করার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সরকারকে সংলাপে বসার আহ্বান বি. চৌধুরীর
চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে সরকারকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ও বিকল্পধারার সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন তিনি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়েছেন। বি. চৌধুরী বলেন, আমি সরকারকে তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলছি, বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণের একমাত্র পথ সব বিরোধীদলের সঙ্গে অবিলম্বে সরকারের আলোচনায় বসা উচিত। দেশের স্বার্থে সরকারকে সব অহমিকা ভুলে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সংলাপ যত দ্রুত হবে ততই দেশ, সরকার এবং বিরোধী দলের জন্য মঙ্গলজনক। সাবেক এই প্রেসিডেন্ট বলেন, মির্জা আলমগীরকে অনেকবার বন্দি করা হয়েছে এবং বন্দি করার পর তাকে এভাবে আটকে রেখে রিমান্ডে নেয়া অযৌক্তিক। আবার সরকারই তাকে বারবার মুক্তিও দিয়েছে। সুতরাং অবিলম্বে তাকে মুক্তি দেয়া উচিত বলে আমি মনে করি।

No comments

Powered by Blogger.