চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে: বিএনপি

বিএনপির অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। বুধবার রাতে দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “দুঃশাসনের অবসান ও বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলমান সর্বাত্মক অবরোধ কর্মসূচি অব্যাহতভাবে চালিয়ে যাওয়ার জন্য বিএনপিসহ ২০ দলীয় জোটের সকল নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন অবরুদ্ধ খালেদা জিয়া। চলমান আন্দোলনে যারা সরকারি  বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে নির্যাতিত, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভুতি ও সমবেদনা জানিয়েছেন খালেদা জিয়া।” এতে আরো বলা হয়,  “কর্মসূচি স্থগিত করা হচ্ছে মর্মে বিভিন্ন সরকারি অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য আমি বেগম খালেদা জিয়ার পক্ষে বিএনপিসহ ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি উদ্বাত্ত আহবান জানাচ্ছি।” ইজতেমার কারণে অবরোধ কর্মসূচি স্থগিত হতে পারে বলে ব্যাপকভাবে সর্বত্র আলোচনা হচ্ছিল। ২০ দলের দুটি শরিক দলের নেতারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছিলেন, অবরোধ স্থগিত হচ্ছে। ইজতেমার পরে এটি আবার শুরু হবে।

No comments

Powered by Blogger.