বিএনপির আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে : রিজভী

সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, । ২০ দলীয় জোট মাঠে আছে মাঠেই থাকবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে। বৃহস্পতিবার সকালে বারিধারার একটি বাসায় সাংবাদিকের তিনি এসব কথা জানান। বিশ্ব ইজতেমা উপলক্ষে বৃহস্পতিবার থেকে অবরোধ স্থগিত করা হতে পারে বলে বিএনপির একটি সূত্রে বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে। এ বিষয়ে বৃহস্পতিবার দলের অবস্থান পরিষ্কার করে রিজভী বলেন, সারাদেশে সরকারের দমন-পীড়ন অব্যাহত রয়েছে। গতকালও (বুধবার) তিন নেতা-কর্মীকে হত্যা হয়েছে। প্রতিদিন তাদের নিষ্ঠুর নির্যাতনে সারাদেশে বিরোধী দলের নেতা-কর্মীরা আহত হচ্ছে। এরকম পরিস্থিতিতে আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, যতক্ষণ পর্যন্ত আমাদের ওপর দমন-পীড়ন বন্ধ করা না হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের সমাবেশের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না দেয়া হবে, যতক্ষণ পর্যন্ত নির্দলীয় সরকারের অধীনে একটি স্বচ্ছ নির্বাচনের দাবি মেনে না নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

No comments

Powered by Blogger.