প্রেস ক্লাবে লুকানো নেতাদের দিয়ে আন্দোলন হবে না: হানিফ, খালেদা অসুস্থতার ভান করছেন: নাসিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, “আর যা-ই হোক, বিএনপির দ্বারা আন্দোলন হবে না। কারণ নেতারা গ্রেফতারের ভয়ে প্রেস ক্লাবে লুকিয়ে থাকেন। হাসপাতাল থেকে পালিয়ে যান। যে দলের নেতারা গ্রেফতারের ভয়ে পালিয়ে থাকেন, তারা কীভাবে আন্দোলন করবেন?”   বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক বর্ধিত সভায় তিনি এসব কথা করেন। তারেক রহমান সন্ত্রাসী, বিএনপি সন্ত্রাসীদের দল বলে অভিযোগ করে হানিফ বলেন, “হাইকোর্টের রিটের প্রতিক্রিয়ায় খন্দকার মাহবুব মনের অগোচরে স্বীকার করেছেন তাদের দলের নেতা (তারেক রহমান) ও বিএনপি সন্ত্রাসীর দল।”   হানিফ বলেন, “বুধবার হাইকোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছেন। ওই রায়ে বলা হয়েছে, বিদেশে অবস্থানকারী কোনো ফেরারি আসামির বক্তব্য মিডিয়াতে প্রকাশ করা যাবে না। এই সিদ্ধান্ত যুগোপযোগী। এতে কোনো ফেরারি আসামি বিদেশে বসে দেশের ইতিহাস বিকৃতি করতে পারবে না।” সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, “৫ জানুয়ারিকে কেন্দ্র করে দেশে যে সহিংসতা করা হচ্ছে, এর দায়ভার বিএনপি ও তাদের নেত্রী বেগম খালেদা জিয়াকেই নিতে হবে।” স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথসহ ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতারা বর্ধিতসভায় উপস্থিত ছিলেন।
খালেদা অসুস্থতার ভান করছেন: নাসিম
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থতার ভান করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। স্বাস্থ্যমন্ত্রী হিসাবে কথা দিচ্ছি, যদি তিনি আসলেই অসুস্থ হয়ে থাকেন। তিনি আমাকে বললে, আমি কথা দিচ্ছি যত ডাক্তার লাগে আমি ডাক্তার পাঠিয়ে তাকে সুস্থ করার ব্যবস্থা করব।”   সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সরকারি কলেজ মাঠে আয়োজিত সমাবেশে বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন।   নাসিম বলেন, “মনে রাখতে হবে যুদ্ধক্ষেত্রে যখন সেনাবাহিনী প্রধান মাঠে নামে তখন ভাববেন ওই বাহিনীর পতন অনিবার্য। খালেদা জিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে। তিনি সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দিচ্ছেন। অথচ তার নেতাকর্মীরা তার ডাকে সাড়া না দেয়ায় তিনি (খালেদা) নিজেই এখন মাঠে নেমে আবোল-তাবোল কথাবার্তা বলছেন।” জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সাম্যবাদী দলের দিলিপ বড়ুয়া, ওয়ার্কাস পার্টির ফজলে হোসেন বাদশা এমপি, জাফর সাজ্জাদ, জাসদের নাজমুল হক প্রধান, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) ফারুক খান, সদস্য এস.এম কামাল হোসেন এমপি, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি খায়রুজ্জামান লিটন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক এমপি, সিরাজগঞ্জ-২ আসনের এমপি প্রফেসর হাবিবে মিল্লাত মুন্নাসহ সিরাজগঞ্জ জেলা, উপজেলা ও পাশ্ববর্তী জেলাসমূহের শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.