৮ অগ্রাধিকার প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নাধীন ৬টি বড় প্রকল্পে আরও নতুন দুটি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ফাস্ট ট্রাক মনিটরিং কমিটির তৃতীয় বৈঠকে আরও দুটি নতুন মেগা প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়। প্রকল্প দুটি হলো মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোলফায়ার্ড পাওয়ার প্রজেক্ট এবং পায়রা বন্দর প্রকল্প। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি একেএম শামীম চৌধুরী বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, বৈঠকে ইতিপূর্বে নেয়া ৬টি প্রকল্পের অগ্রগতি এবং মাতারবাড়ী পাওয়ার প্রজেক্ট নিয়ে আলোচনা করা হয়।  বৈঠকে প্রধানমন্ত্রী স্ব-স্ব দায়িত্ব যথাযথ পালনের মাধ্যমে নির্ধারিত সময়ে প্রকল্প কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন। বৈঠকে জানানো হয়, বহুল আলোচিত পদ্মা সেতুর নির্মাণকাজ ২০১৮ সালের ৭ই ডিসেম্বর সম্পন্ন হবে। বৈঠকে আরও জানানো হয়, জাজিরা ও মাওয়া সাইডে পদ্মা সেতুর সংযোগ সড়কের নির্মাণকাজ, সার্ভিস এরিয়া-২, রিভার ট্রেনিং ওয়ার্ক, রিভার ব্যাংক প্রটেকশন ওয়ার্ক, ভূমি অধিগ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে প্লট হস্তান্তর কাজ চলছে। পাশাপাশি দুটি পয়েন্টে মূল সেতুর জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশন কাজ শুরু হয়েছে। বৈঠকে আরও জানানো হয়, জাজিরা সাইডে সংযোগ সড়কের ৩০ শতাংশ কাজ, মাওয়া সাইডে সংযোগ সড়কের ২০ শতাংশ কাজ, সার্ভিস এরিয়া-২ এর ১৫ শতাংশ কাজ, মূল সেতুর ১.৫ শতাংশ কাজ, ভূমি অধিগ্রহণের ৯৯ শতাংশ কাজ এবং পুনর্বাসন কর্মসূচির ৬৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি মূল সেতুর তদারকি কাজ এবং রিভার ট্রেনিং কাজ চলছে। বৈঠকে রূপপুর পারমাণবিক পাওয়ার প্ল্যান্টের অগ্রগতি সম্পর্কে জানানো হয়, বাংলাদেশ এটোমিক এনার্জি কমিশন এবং রুশ ফেডারেশনের মধ্যে স্বাক্ষরিত প্রথম চুক্তির অধীনে পাঁচটির মধ্যে তিনটি প্রোগ্রাম অর্জন হয়েছে। দ্বিতীয় চুক্তির অধীনে ৫ শতাংশ কাজ শেষ হয়েছে। তৃতীয় চুক্তির অধীনে কাজ শুরু হয়েছে। বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের নিয়োগকৃত কনসালটিং ফার্মের মাধ্যমে একটি কোম্পানি গঠনের পৃথক আইনের খসড়া প্রস্তুত করা হয়েছে। এটি শিগগিরই মন্ত্রিসভায় পেশ করা হবে। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আরও বলেন, বাংলাদেশ আণবিক শক্তি কমিশন এবং রুশ ফেডারেশনের মধ্যে চতুর্থ চুক্তি শিগগিরই স্বাক্ষর হবে। পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পরিকল্পনা মন্ত্রী এএইচএম মোস্তফা কামাল, সেতু ও পরিবহনবিষয়ক মন্ত্রী ওবায়দুল কাদের,  নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, ভূমিমন্ত্রী শামসুর রহমান ডিলু, প্রধানমন্ত্রীর খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.