রাজধানীতে দুই বিচারপতির বাসায় ককটেল হামলা

এবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি গোবিন্দ চ্দ্র ঠাকুরের ধানমন্ডির বাসায় ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হাইকোর্ট বেঞ্চের দ্বিতীয় সদস্য ছিলেন। ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক যুগান্তরকে জানান, বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের রাজধানীর ধানমণ্ডির জাজেস কমপ্লেক্সের বাড়িতে (রোড নম্বর ৭/এ, বাড়ি নম্বর ৯২/বি) সন্ধ্যার পর ককটেল হামলা চালানো হয়। তিনি জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কে বা কারা বাড়ির বাইরে থেকে ভেতরে দু’টি ককটেল ছুঁড়ে মারে।তবে এতে কেউ হতাহত হননি। এর আগে ভোরে বেঞ্চের প্রথম সদস্য বিচারপতি কাজী রেজা-উল হকের ফেনীর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের বালুয়া চৌমুহনী গ্রামে তার বাড়ির কাচারি ঘরে আগুন ধরিয়ে দেয়া হয়। ঘটনা জানতে পেরে আশপাশের লোকজন এসে আগুন নেভায়।

No comments

Powered by Blogger.