আপস করবেন না ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া বলেছেন, সরকারি ও বিরাধীদলসহ সবার ক্ষেত্রে আইন সমানভাবে প্রয়োগ করবেন। জনগণের নিরাপত্তা দিতে অপরাধীদের সঙ্গে কোনো আপস করবেন না তিনি।   বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর মিন্টোরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার হিসেবে যোগদানের প্রথম দিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।   গত ৪ জানুয়ারি বিকাল ৫টা থেকে রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ করলেও পুলিশের উপস্থিতিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা তা ভঙ্গ করেছে এবং পুলিশও নীরব ছিল। এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান মিয়া বলেন, “আমি আজ থেকে দায়িত্ব গ্রহণ করেছি। আগে কী হয়েছে সে সম্পর্কে আমি কিছু বলতে চাই না। আমার দায়িত্বপালনকালে আইন সমভাবে প্রয়োগের চেষ্টা করা হবে।”   নবনিযুক্ত পুলিশ কমিশনার বলেন, “আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। আমাদের কাজ কী, তা ফৌজদারি কার্যবিধিতে সুস্পষ্টভাবে উল্লেখ আছে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে আমরা বাধ্য। কেউ এর ব্যাত্যয় ঘটালো কঠোরভাবে প্রতিহত করা হবে।”   তিনি বলেন, “আমি হাইওয়ে রেঞ্জে সোয়া দুই বছর, ঢাকা রেঞ্জে দুই বছর চার মাস, চট্টগ্রাম রেঞ্জে ও খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছি।  সাংবাদিকদের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা রয়েছে। জননিরাপত্তা ও জনশৃঙ্খলার বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবো। সুধীজন ও সাংবাদিকদের মতামত নেব এবং তাদের সহযোগিতা করবো।”   আসাদুজ্জমান মিয়া বলেন, “২০১৩ সালে সহিংসতায় পুলিশের ১৩ সদস্য শহীদ হন। এছাড়া অনেকে আহত হয়েছেন। জীবনবাজি রেখে তারা দায়িত্ব পালন করেছেন।” সন্ত্রাস ও জঙ্গিবাদসহ সব ধরণের নাশকতার বিরুদ্ধে আপসহীন থাকবেন বলেও তিনি উল্লেখ করেন।   এ সময় আরো ছিলেন ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মিলি বিশ্বাস, অতিরিক্ত কমিশনার (লজিস্টিক, ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ব্যরিস্টার মাহবুবুর রহমান, ডিবি অ্যান্ড প্রসকিউশন বিভাগের অতিরিক্ত কমিশনার শেখ মুহাম্মদ মারুফ হাসান ও ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত কমিশনার ইব্রাহিম ফাতেমী।

No comments

Powered by Blogger.