দণ্ড কার্যকরের আগে রায়ের কপি আসামিকে দেখাতে হবে : রফিক-উল হক

প্রবীণ আইনবিদ ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন, রায়ের কপি না পেলে আসামি ক্ষমা চাইবে কোন প্রাউন্ডে। রায়ের কপি দেখেই আসামি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবে। তিনি বলেন, মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সংক্ষিপ্ত হোক বা পূর্ণাঙ্গ হোক রায়ের কপি আসামিকে দেখানো উচিত। ফাঁসি হয়েছে এটা আসামির জানতে হবে না?
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনে তার নিজ কক্ষে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার রফিক-উল হক বলেন, রিভিউ হবে না। কারণ তা আইনে নেই।
মৃত্যুদণ্ড সাজা প্রসঙ্গে ব্যারিস্টার রফিক-উল হক বলেন, অপরাধীর সাজা যাবজ্জীবনই হওয়া উচিত। মৃত্যুদণ্ড সাজা এবং তা দ্রুত কার্যকর হলে তো আর আসামিকে সাজা ভোগ করতে হলো না। মৃত্যু হয়ে গেলেই সব শেষ।
রফিক-উল হক আরো বলেন, অপরাধীর সাজা হিসেবে কারাগারে সাজা ভোগ করাই তার শাস্তি।  কিন্তু আমাদের দেশে সমস্যা হলো রাজনৈতিক অবস্থার পরিবর্তন হলে আসামি বের হয়ে আসে। এজন্য প্রয়োজন আইন পরিবর্তন করা যাতে যাবজ্জীবন সাজা হওয়া কোনো ব্যক্তি বের হয়ে না আসতে পারে।

No comments

Powered by Blogger.