রায় নিয়ে মন্তব্য: পাক হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দন্ডপ্রাপ্ত জামায়াতের আমীর মতিউর রহমান নিজামির রায় নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী মীর নিসার আলী চৌধুরীর বিরুপ মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ঢাকায় নিযূক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় । পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ওই মন্তব্যের জন্য পাকিস্তানের প্রতি বাংলাদেশের জনগনের অসন্তোষের কথা জানিয়ে দেওয়া হয়।বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার আহমেদ হুসেইন জায়োকে মন্ত্রণালয়ে ডেকে পাঠান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসির আদেশ দেওয়ার কড়া সমালোচনা করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান।এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে আজ ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়।মিজানুর রহমান সরকারের অবস্থান তুলে ধরে পাক হাই কমিশনারকে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের নাক গলানো উচিত নয়।আন্তর্জাতিক মান বজায় রেখে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার সংঘটিত হচ্ছে।বাংলাদেশ আশা করে, আগামী দিনে পাকিস্তান এ ধরনের আচরণের পুনরাবৃত্তি করবে না।এ মর্মে একটি চিঠি আহমেদ হুসেইন জায়োর কাছে হস্তান্তর করা হয়।

No comments

Powered by Blogger.