আগামীকাল শুরু জেএসসি-জেডিসি পরীক্ষা

আগামীকাল থেকে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। ২রা নভেম্বর থেকে এ পরীক্ষা  শুরু হওয়ার কথা থাকলেও জামায়াতে ইসলামির হরতালের কারনে তা নেয়া সম্ভব হয়নি। সকাল ৯টায় জেএসসি’র বাংলা ১ম পত্র এবং জেডিসি’র কুরআন মজিদ ও তাজবিদ। হরতালের কারনে প্রথম দফায় ২ ও ৩রা নভেম্বরের পরীক্ষা দু’টো ৭ ও ১৪ই নভেম্বর তারিখে পরিবর্তন করা হয়। দ্বিতীয় দফায় ৫ ও ৬ই নভেম্বরে ঘোষিত পরীক্ষা দু’টি আগামী ১৯ ও ২০শে নভেম্বর পরিবর্তন করা হয়। ৩রা নভেম্বর নির্ধারিত জেএসসি’র বাংলা ২য় পত্র এবং জেএসসি’র বাংলা ২য় পত্র আগামী ১৪ই নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হবে। ৫ই নভেম্বরে অনুষ্ঠিতব্য জেএসসি’র ইংরেজি ১ম পত্র আগামী ১৯ই নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে এবং ৬ই নভেম্বর অনুষ্ঠিতব্য ইংরেজি ২য় পত্র আগামী ২০শে নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে। ৫ই নভেম্বরে অনুষ্ঠিতব্য জেডিসি’র আরবি ১ম পত্র আগামী ১৯শে নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে এবং ৬ই নভেম্বর অনুষ্ঠিতব্য আরবি ২য় পত্র আগামী ২০শে নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে। এছাড়া বাকী পরীক্ষা পরীক্ষার সূচি অপরিবর্ত থাকবে বলে জানা গেছে। উল্লেখ্য, জেএসসি-জেডিসি পরীক্ষার প্রায় ২১ লক্ষ শিক্ষার্থী অংশগ্রহন করছে। তাছাড়া আগামী ২৩শে নভেম্বর থেকে শুরু হবে প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষা। সেখানেও আছে প্রায় ৩০ লাখের মত শিক্ষার্থী।  ডিসেম্বরে তাদের সাথে যুক্ত হবে লক্ষ লক্ষ বার্ষিক চূড়ান্ত পরীক্ষার্থীর দল।

No comments

Powered by Blogger.