মহাসমারোহে শীত আসিতেছে

শীত আসে শীত যায়, ক’জন তার গীত গায়...
গতবার কোন দিক দিয়া শীত আইছে গেছে আমি টেরই পাইলাম না।
আমি টের পাইছিলাম ঠিকই কিন্তু গোপন রাখছিলাম। কাউরে কই নাই।
শীত আর গোসলের মাঝে দা-কুমড়া সম্পর্ক ওগো তোমার পায়ে পড়ি, অন্তত এইবারের শীতে আমারে বাপের বাড়ি পাডায়া দিও না।

বউগো আমিও তোমার ঠ্যাঙে পড়ি, আমারে মাইরালাও তবু শীতে এক লগে থাকার কথা মুখে লইয়ো না।
কাসে পিটুনির সামনে শীত পোশাক ঢাল হতে পারে।
স্যাররে অনুরোধ করলি এই পড়াগুলান ভালো কইরা শীত আইলে পড়াইতে, ঘটনা কী রে?
এগুলান কঠিন পড়া। না পারলে পিডাইলে ব্যথা পামু না। কারণ তখন গায়ে শীতপোশাক থাকব।
ছেঁড়া কাঁথা মুড়ি দিয়ে বড়লোক হওয়ার সংখ্যা কম নয়, বুঝলাম আমার বেকার পোলা অন্ন ধ্বংসে নিয়োজিত। কিন্তু ভালো খ্যাতাগুলান ছিঁড়ল ক্যা?
হেয় নাকি ছেঁড়া খ্যাতা গায়ে দিয়া বড়লোক হওয়ার স্বপ্ন দেখপো...
থেরাপিতে প্রকাশিত, অপ্রকাশিত সব লেখাই কল্পনাবিলাসী মস্তিষ্কের অবদান। কারো সাথে তা মিলে যেতেই পারে। গেলে তা কাকতাল মাত্র; না গেলে সত্যি এর জন্য থেরাপি তো নয়ই, অন্য কেউও দায়ী নয়।
আইডিয়া : শাহাদাত ফাহিম ; আঁকা : রবিউল ইসলাম সুমন

No comments

Powered by Blogger.