অ্যাসাঞ্জকে সুইডেনের ইকুয়েডর দূতাবাসে স্থানান্তরের প্রস্তাব by সাব্বির রহমান খান

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে সুইডেনে অবস্থিত ইকুয়েডর দূতাবাসে স্থানান্তরের প্রস্তাব দিয়েছে কিটো (ইকুয়েডরের রাজধানী)। বর্তমানে তিনি ব্রিটেনের ইকুয়েডর দূতাবাসে অবস্থান করছেন। ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকার্দো পাতিনো গত শুক্রবার এ প্রস্তাব দেন।


তিনি মনে করেন, এর মধ্যে দিয়ে অ্যাসাঞ্জ আন্তর্জাতিক কূটনৈতিক সুরক্ষা পাবেন। একই সঙ্গে অ্যাসাঞ্জ সুইডেনে অবস্থান করায় দেশটির বিচার বিভাগের দাবিও পূরণ হবে।
ইকুয়েডরের এ প্রস্তাবের ব্যাপারে গতকাল শনিবার পর্যন্ত ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। অ্যাসাঞ্জ বর্তমানে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে অবস্থান করছেন। তাঁকে কূটনৈতিক আশ্রয় প্রদান করার পর থেকেই ব্রিটেনের সঙ্গে ইকুয়েডরের সম্পর্কে তীব্র উত্তেজনা চলছে। গত শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী রিকার্দো পাতিনো তাঁর প্রস্তাবে বলেন, অ্যাসাঞ্জকে স্টকহোমের ইকুয়েডর দূতাবাসে স্থানান্তর করলে সুইডেনের পুলিশ তাঁকে দূতাবাস প্রাঙ্গণে এসে জিজ্ঞাসাবাদ করতে পারবে, যা সুইডেনের বিচার বিভাগ দীর্ঘদিন থেকেই দাবি করে আসছিল।

No comments

Powered by Blogger.