চীন-আফগানিস্তান নিরাপত্তা চুক্তি সই

আফগানিস্তানের সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক চুক্তি সই করেছে চীন। চীনের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা কাবুল সফরকালে এসব চুক্তি করেন। ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সেনা প্রত্যাহারের আগে প্রভাব বাড়াতে বেইজিং এ উদ্যোগ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।


চীনের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য ঝোউ ইয়াংকাং গত শনিবার দিনশেষে আকস্মিক সফরে আফগানিস্তানের রাজধানী কাবুল পেঁৗছান।
প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠকে ইয়াংকাং দেশটির সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির চুক্তি সই করেন। তা ছাড়া, আফগানিস্তানের পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ, তহবিল ও রসদ দিয়ে সহায়তা করা নিয়েও চুক্তি হয়েছে।
তবে আফগানিস্তানের এক লাখ ৪৯ হাজার সদস্যের পুলিশ বাহিনীকে চীন কতটা সহায়তা দেবে সে ব্যাপারে চুক্তিতে স্পষ্ট করে কিছু বলা হয়নি। বর্তমানে ন্যাটো বাহিনী আফগান পুলিশদের প্রশিক্ষণ দিচ্ছে। সূত্র : রয়টার্স, সিনহুয়া।

No comments

Powered by Blogger.