গান্ধী-নেহরু সু চির প্রেরণা

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির অনুপ্রেরণার অন্যতম বড় উত্স ভারতের অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহরু।গত শনিবার যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন সু চি। গতকাল রোববার বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে এ তথ্য জানানো হয়।


ভারতের জাতির জনকের জীবনকর্ম পড়ার জন্যও শিক্ষার্থীদের উত্সাহিত করেছেন সু চি। তিনি বলেন, মহাত্মা গান্ধী, নাগরিক অধিকারকর্মী মার্টিন লুথার কিং এবং তাঁর বাবা ‘রাজনৈতিক পথপ্রদর্শক’ অং সান সবাই একটি নীতি অনুসরণ করতেন। দেশটির সামরিক জান্তা যখন তাঁকে গৃহবন্দী করে রাখে, তখন নিজেকে নিয়মানুবর্তিতার মধ্যে রাখতে তিনি তাঁদের জীবনী পড়তেন।
গান্ধী সম্পর্কে সু চি বলেন, ‘গান্ধী সত্যিই এক বিস্ময়। আমি মনে করি, আপনাদের সবার তাঁর জীবনের কর্মকাণ্ড সম্পর্কে পড়া উচিত। আপনারা যত গান্ধী পড়বেন, তিনি কে ছিলেন এবং কী ছিলেন, তা জেনে তত বিমোহিত হবেন।
সু চি উল্লেখ করেন, অহিংস আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তন আনা সম্ভব, তা গান্ধীর আগে আর কেউ কখনো ভাবেননি।
ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুরও ভূয়সী প্রশংসা করেন সু চি। তাঁর বাবার এই বন্ধুকে নিজের প্রেরণার অন্যতম উত্স হিসেবে উল্লেখ করেন তিনি।

No comments

Powered by Blogger.