ভিসা পাননি ইরানের ২০ কর্মকর্তা

ইরানের দুই মন্ত্রীসহ ২০ কর্মকর্তাকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য ভিসার আবেদন করেছিলেন তাঁরা। ইরানের ফার্স বার্তা সংস্থা গত শনিবার এ তথ্য জানিয়েছে।
প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ আগামী বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন।


এ ছাড়া আজ সোমবার সেখানে 'আইনের শাসন'বিষয়ক একটি আলোচনা সভায় তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। জাতিসংঘের এই অধিবেশনে যোগ দেওয়ার জন্য দুই মাস আগে ইরানের ১৬০ জন প্রতিনিধি ভিসা চেয়ে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্র ১৪০ জনের আবেদন মঞ্জুর করলেও বাকি ২০ জনেরটা নাকচ করে দেয়।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে ভিসা না দেওয়ার কারণ প্রসঙ্গে কোনো মন্তব্য করা হয়নি। তবে ইরানের বহু শীর্ষস্থানীয় কর্মকর্তার ওপরই যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধের জের ধরে যুক্তরাষ্ট্র এ নিষেধাজ্ঞা আরোপ করে। ভিসা না দেওয়ার বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য দেওয়া হয়নি। দুজন মন্ত্রীর ভিসার আবেদন যুক্তরাষ্ট্র নাকচ করেছে বলে জানানো হলেও ফার্স তাঁদের নাম প্রকাশ করেনি। সূত্র : রয়টার্স।

No comments

Powered by Blogger.