চ্যানেলে চ্যানেলে ঈদ বিনোদন

প্রতি ঈদেই টিভি চ্যানেলগুলো চেষ্টা করে বিনোদনের পসরা সাজিয়ে দর্শকদের ধরে রাখতে। সব চ্যানেলেরই ঈদের প্রস্তুতি শুরু হয়ে যায় একমাস আগে থেকেই। নির্মাতা-কলাকুশলী আর অভিনেতা-অভিনেত্রীদের উঠে মধ্যে সাজ সাজ রব। এবারের ঈদ-উল-ফেতরেও তার ব্যতিক্রম হয়নি।

দেশে একের পর টিভি চ্যানেলের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে ভালো অনুষ্ঠান-নাটক-টেলিফিল্ম প্রচারের মধ্য দিয়ে দর্শক আকর্ষণের প্রচেষ্টা। চ্যানেলগুলোর মধ্যে তাই শুরু হয়েছে তীব্র প্রতিযোগিতা। দেশের বিভিন্ন টিভি চ্যানেলে ঈদের আগের দিন থেকে ঈদের বিশেষ অনুষ্ঠান সম্প্রচার শুরু হচ্ছে। প্রতিটি চ্যানেলই পাঁচ থেকে আটদিন ব্যাপি ঈদের বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। সব চ্যানেলে অনুষ্ঠানমালায় সবচেয়ে প্রাধান্য থাকছে নাটক আর টেলিফিল্মের। সবমিলিয়ে এবার ঈদে সম্প্রাচার হচ্ছে প্রায় সাড়ে তিনশ নাটক ও টেলিফিল্ম। এছাড়াও থাকছে বিনোদন মূলক ম্যাগাজিন অনুষ্ঠান, সেলিব্রিটি শো, টক শো, গেম শো, লাইভশো, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, বাংলা ছায়াছবি প্রভৃতি বৈচিত্রময় আয়োজন।
প্রিয় পাঠক, বাংলানিউজের নির্বাচিত হাইলাইটস দেখে বেছে নিন ঈদে কখন কোন চ্যানেলে চোখ রাখবেন।

ঈদের আগের দিন
এটিএন বাংলা
নাটক :  কঞ্জুস কঞ্জুস ॥ প্রচার : ঈদের আগের দিন রাত ৮টায়
এটি রচনা ও পরিচালনা করেছেন উত্তম গুহ।

নাটক : চক্র ॥ প্রচার ঈদের আগের দিন রাত ১১টা॥
আনিসুল হকের রচনা ও সকাল আহমেদ আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন প্রাণ রায়, মৌসুমী নাগ, মাহমুদুল ইসলাম মিঠু, পুতুল, রুমী প্রমূখ।

চ্যানেল আই
নাটক : যে জলে আগুন জ্বলে ॥ প্রচার : ঈদের আগের দিন রাত ৭টা ৫০ মিনিটে ॥
রেজানুর রহমানের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন রওনক হাসান, বিন্দু, ফারুক আহমেদ প্রমুখ।

বাংলাভিশন 
সরাসরি সঙ্গীতানুষ্ঠান : উজানে ভাসাইলাম নাও ॥ প্রচার  ঈদের আগের রাত ৮টা ১৫ মিনিটে।
জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজের সরাসরি সঙ্গীতানুষ্ঠান ‘উজানে ভাসাইলাম নাও’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের আগের দিন রাতে। অনুষ্ঠানে মমতাজ পরিবেশন করবেন তাঁর জনপ্রিয় গানগুলো। এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে মমতাজ-এর সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। গানের পাশাপাশি তিনি কথা বলবেন তাঁর সঙ্গীতজীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। অনুষ্ঠানটি প্রচার হবে কবি আসাদ চৌধুরী’র উপস্থাপনা ও কাওনাইন সৌরভের প্রযোজনায় ।

আরটিভি

নাটক : চক্কর ॥ প্রচার : ঈদের আগের দিন রাত ৯টা ২০ মিনিটে ॥
কানাই ফকিরের রচনা ও মীর মেহেদীর পরিচালনায় এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সজল ও মম।

নাটক : সূর্য জ্বালা ॥ প্রচার : ঈদের আগের দিন রাত ১১টা ১০ মিনিটে ॥
রচনা করেছেন মাহবুবা শাহরিন, পরিচালনায় রয়েছেন শাহদাৎ হোসেন সুজন।


ঈদের দিন

এটিএনবাংলা

টেলিফিল্ম : নায়িকার খোঁজে ॥ প্রচার : ঈদের দিন বিকেল ৩টা ৪৫মিনিট ॥   
মোহন খানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন রোমানা, সজল, আহমেদ রুবেল, সুমনা সোমা প্রমূখ।

ম্যাগাজিন অনুষ্ঠান : আনন্দ শুভক্ষণ ॥ প্রচার : ঈদের দিন সন্ধ্যা ৬টা১০মিনিট ॥
শম্পা মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মডেল রাখী ।

নাটক : আমাদের মধু স্যার ॥ প্রচার : ঈদের দিন রাত ৭টা ৪৫মিনিটে ॥
নাটকটি রচনা ও পরিচালনায় রয়েছেন গিয়াসউদ্দিন সেলিম।
নাটক : বোঝা-না বোঝার বোঝা ॥ প্রচার : ঈদের দিন রাত ৮টা ৫০মিনিটে॥
হানিফ সংকেতের    রচনা ও পরিচালনায় এতে অভিনয়ে রয়েছেন জাহিদ হাসান, মীর সাব্বির, জাকিয়া বারী মম, সাইদ বাবু, রুনা খান, সুভাশিষ ভৌমিক, সোলায়মান খোকা, শামীম, পুতুল, ফরিদসহ আরো অনেকে।

নাটক : আসল নকল ॥ প্রচার : রাত ১১টা৫০মিনিটে॥       
সৈয়দ মনজুরুল ইসলামের রচনা ও সাজ্জাদ সুমনের পরিচালনায় এতে অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া, জয়ন্ত চট্টপাধ্যায়, মাজনুন মিজান, রুমি॥

চ্যানেল আই
নাটক : পিপিলিকা ॥ প্রচার : ঈদের দিন : রাত ৭টা ৫০ মিনিটে॥
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা এই নাটকটি পরিচালনা করেছেন আমেরিকা প্রবাসী সাইফুল ইসলাম। অভিনয়ে রয়েঝেস সোহেল খান, প্রাণ রায়, গাজী রাকায়েত, শামীমা নাজনীন, জুয়েল রানা, পুতুল প্রমুখ।

নাটক : ঘাস ফুল নদী ॥ প্রচার :  ঈদের দিন রাত ৯টা ৩৫ মিনিটে॥
ফারুক হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে রয়েছেনসৈয়দ হাসান ইমাম, মোশারফ করিম, প্রভা প্রমুখ।


এনটিভি
টেলিফিল্ম : তিনফোঁটা বৃষ্টি ॥ প্রচার : ঈদের দিন দুপুর ২টা ৩৫ মিনিটে।
গোলাম সোহরাব দোদুলের রচনা ও পরিচালনায় এতেন অভিনয় করেছেন তারিক আনাম খান, রোমানা, অর্ষা, পৃথা, ইন্তেখাব দিনার, মিতা চৌধুরী, আব্দুল্লাহ রানা, শতাব্দী ওয়াদুদ, রহমত আলী প্রমুখ।
দেশটিভি
বিশেষ নাটক: চোর এলো মোর ঘরে ॥ প্রচার : ঈদের দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ॥
শহীদুজ্জ লিটু সাখাওয়াতের রচনা ও শহীদুজ্জামান সেলিমের পরিচালনায় এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামন সেলিম ও  ঈশিতা ।

একুশে টিভি
নাটক : সহযাত্রী ॥ প্রচার : ঈদের দিন রাত ০৭টা ৩০ মিনিটে ॥
অধ্যাপক ড. মঞ্জুরুল ইসলামের রচনা ও আতিকুল হক চৌধুরীর পরিচালনায়  নাটকটিতে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, রোকেয়া প্রাচী, সুমনা ইসলাম সোমা, জিন্নাতুন্নেসা ও ফাহাদ।

নাটক: সবজান্তা শমসের॥ প্রচার : ঈদের দিন রাত ১১টা ৩০ মিনিটে॥
সুস্ময় সুমনের রচনা ও পরিচালনায় প্রচার হবে ঈদের বিশেষ নাটক ‘সবজান্তা শমসের’। নাটকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জ্যোতিকা জ্যোতি, বাপ্পি আশরাফ, আনন্দ খালেদ, রাখি, সিরাজুল ইসলাম প্রমূখ।

৬ পর্বের নাটক : মালকা বানুর লাভ স্টোরি ॥  প্রচার : ঈদের দিন থেক ষষ্ঠদিন পর্যন্ত রাত ১০টা ৩০ মিনিটে ॥
রিজওয়ান খানের রচনা এবং কায়সার আহমেদের পরিচালতায় নাটকটিতে অভিনয় করেছেন শবনম পাভিন, ডাঃ এজাজ, শাহরিয়ার নাজিম জয়, প্রভা, আবিদ রেহান, সাইফ, রিয়াজ প্রমূখ।

বাংলাভিশন

নাচের অনুষ্ঠান : মায়াবন বিহারিনী: প্রচার সময়: ঈদের দিন রাত ৯টা ৪০ মিনিটে।
এতে নৃত্যশিল্পী রিয়া পাঁচটি গানের সাথে একক নৃত্য পরিবেশন করেছেন। সেগুলো হলো ‘মায়াবন বিহারিনী’, ‘প্রিয় যাই যাই বলো না’, ‘এক জোনাকী দুই জোনাকী’ (ফোক), ‘মন দে উড়ান’ এবং একটি ভরত নাট্টম ও মর্ডান ফিকশনের সমন্বয়। ইভান শাহরিয়ার শোহাগের নৃত্য পরিচালনা ও তাহমিনা মুক্তার প্রযোজনায় অনুষ্ঠানটি নির্মিত হয়েছে।

৬ পর্বের ধারাবাহিক নাটক : বাড়াবাড়ি ॥ প্রচার সময় : ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন রাত ১১টা ১০ মিনিটে॥
সালাহ্উদ্দিন লাভলুর পরিচালনায় ৬ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘বাড়াবাড়ি’। নাটকটি বাংলাভিশনে প্রচারিত হবে পবিত্র ঈদ-উল-ফিতরে ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ১০ মিনিটে। নাটকটি লিখেছেন মোমিনুল ইসলাম। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশারফ করিম, রাখী, মিলন ভট্রাচার্য, মাসুম আজিজ, মুনিরা মিঠু প্রমুখ।


চ্যানেল নাইন

নাটক : বাবুল সার ॥ প্রচার : ঈদের দিন  সন্ধ্যা ৭টায় ॥
এটি রচনা করেছেন ফারুক হোসেন, পরিচালনায় রয়েছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে আছেন মোশাররফ করিম,তারিক আনাম খান, সালাহউদ্দিন লাভলু, জেনি প্রমুখ ॥

সেলিব্রিটি শো : এক্সক্লুসিভ মোমেন্ট স্টারস  আইকন ॥ প্রচার : ঈদের দিন রাত  ৮টা  ১৫ মিনিট
সিনা চোহানের উপস্থাপনায় এতে অংশগ্রহণে থাকছেন  শাকিব  আল  হাসান,  মুশফিকুর  রহিম, তামিম ইকবাল, শারিকা, ফারিয়া, রাখি  প্রমুখ।   

টেলিফিল্ম : নয়টার  সংবাদ ॥ প্রচার : ঈদের দিন রাত ৯ টা ২৫ মিনিটে।
অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় এতে অভিনয়  করেছেন আবুল হায়াত, ডলিজহুর,  রেবেকা মেনু,  ভাবনা,  তৌকির আহমেদ প্রমুখ।

জিটিভি

ঈদ স্পেশাল গেম শো  : আজকের অনন্যা ॥ প্রচার : ঈদের দিন রাত ৮ টায় ॥   
তানিয়া আহমেদের উপস্থাপনায় এতে অংশগ্রহনে থাকছেন দিনাত জাহান মুন্নি, রোমানা, কনা ও মোনালিসা॥


নাটক :  সমুদ্দুর ॥ প্রচার : ঈদের দিন রাত ৯টা ০৫মিনিটে॥
পরিচালনায় রয়েছেন।  চয়নিকা চৌধুরী॥

টেলিফিল্ম : এক জোনাকী আধার ॥ প্রচার ঈদের দিন রাত ১১টা ১৫মিনিটে॥
রচনা ও পরিচালনায় রয়েছেন : ফেরদৌস হাসান

আরো আসছে.....

No comments

Powered by Blogger.