রাজধানীতে ঈদের জামাত কোথায়, কখন

রাজধানী ঢাকায় বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে সকাল সাড়ে সাতটা থেকে বেলা পৌনে ১২টা পর্যন্ত ঈদের বিশেষ জামাত অনুষ্ঠিত হবে। কাল রোববার বা পরদিন সোমবার—যেদিনই ঈদ হোক না কেন, ঈদের জামাতের সময় ঠিক থাকবে।


ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই জামাতের আয়োজন করেছে। জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাতের পাশে পর্দা দিয়ে নারীদের ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। ঈদগাহ ময়দানে মুসল্লিদের জন্য অজু করার ব্যবস্থাসহ মোবাইল টয়লেট স্থাপনের ব্যবস্থাও নেওয়া হয়েছে।
তবে আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানায়, নগরের ৫৬টি ওয়ার্ডের প্রতিটিতে চারটি করে মোট ২২৪টি জায়গায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে একটি ঈদের জামাতসহ মোট ২২৫টি মাঠ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সাড়ে সাতটা: পুরান ঢাকার লক্ষ্মীবাজারের মিয়া সাহেবের ময়দান খানকা শরিফ জামে মসজিদ ও হাজারীবাগ পার্ক মাঠে প্রথম জামাত।
সাতটা ৪৫ মিনিট: আদাবরের মেহেদীবাগ জামে মসজিদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মাঠে।
সকাল আটটা: ধানমন্ডি ঈদগাহ ময়দান, পশ্চিম আগারগাঁওয়ের দারুল ঈমান জামে মসজিদ, সায়েদাবাদের চিশতিয়া সাইদিয়া দরবার শরিফ জামে মসজিদ, নয়াপল্টন জামে মসজিদ, উত্তর কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদের প্রথম জামাত, গেন্ডারিয়া ধূপখোলার ইস্ট এন্ড ক্লাব মাঠে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ, এলিফ্যান্ট রোডের এরোপ্লেন মসজিদ, বাবে রহমত দেওয়ানবাগ শরিফের প্রথম জামাত, তেজগাঁও চ্যানেল আইসংলগ্ন জামে মসজিদের প্রথম জামাত, কল্যাণপুর হাউজিং এস্টেট মাঠ, পল্লীমা সংসদ ময়দান, বংশাল বড় জামে মসজিদ।
আটটা ১৫ মিনিট: পলাশী সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ভবনের সামনের মাঠে।
সাড়ে আটটা: কমলাপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম, পশ্চিম করাতিটোলা স্বামীবাগ জামে মসজিদ, মোহাম্মদপুরের মসজিদ-এ-তৈয়্যেবিয়ার প্রথম জামাত, নীলক্ষেতের মরিয়ম বিবি শাহী মসজিদের প্রথম জামাত, গেন্ডারিয়া বায়তুল মা’মুর মসজিদ, মিরপুর ৬ নম্বর সেকশন কেন্দ্রীয় জামে মসজিদ, লক্ষ্মীবাজারের নূরানী জামে মসজিদ, লালমাটিয়ার মসজিদ-এ-বায়তুল হারাম, বারিধারা বাইতুল আতীক কেন্দ্রীয় জামে মসজিদ, আম্বরশাহ শাহী জামে মসজিদ, সরকারি তিতুমীর কলেজ মাঠ, হাজারীবাগ পার্ক মাঠে দ্বিতীয় জামাত, ফার্মগেটের বায়তুশ শরফ মসজিদ, কলাবাগান বশিরউদ্দিন রোড জামে মসজিদ, মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদ।
আটটা ৪৫ মিনিট: পুরান ঢাকার দক্ষিণ মুহসেন্দী বড় জামে মসজিদ।
সকাল নয়টা: পুরান ঢাকার আরমানিটোলা মাঠ, গেন্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলার মাঠে, দেওয়ানবাগ শরিফের দ্বিতীয় জামাত, মাতুয়াইল দরবারে মোজাদ্দেদীয়ার প্রথম জামাত, বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজির মাঠ।
সাড়ে নয়টা: মোহাম্মদপুরের মসজিদ-এ-তৈয়্যেবিয়ার দ্বিতীয় জামাত, উত্তর কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জামাত, দেওয়ানবাগ শরিফের তৃতীয় জামাত।
সকাল ১০টায়: নীলক্ষেতের মরিয়ম বিবি শাহী মসজিদের দ্বিতীয় জামাত, মাতুয়াইল দরবারে মোজাদ্দেদীয়ার প্রথম জামাত।
সাড়ে ১০টা: বনানী চেয়ারম্যানবাড়ি মাঠ।
পৌনে ১২টায়: তেজগাঁও চ্যানেল আইসংলগ্ন জামে মসজিদের দ্বিতীয় জামাত।

No comments

Powered by Blogger.