কর্মসূচির নেপথ্যে

যেভাবে চারদিকে কর্মসূচির সুনামি বইছে, তাতে মনে হচ্ছে কর্মসূচি নিয়ে নতুন করে গবেষণা করতে হবে। আবার শুধু গবেষণা করলেই তো হবে না, গবেষণাপত্রটি রস+আলোর মাধ্যমে জানাতে হবে পুরো জাতিকেও। সেই দায়িত্বই নিজের গলায় বেঁধে নিয়েছেন মহিউদ্দিন কাউসার


সংবাদ সম্মেলন
আপনি সংবাদ সম্মেলন ডেকেছেন কেন?
মহাসংবাদ সম্মেলন ডাকতে পারছেন না, তাই সংবাদ সম্মেলন ডেকেছেন?
কোনো কাজ খুঁজে পাচ্ছিলেন না তাই ভাবলেন, যাই, একটা সংবাদ সম্মেলন করে আসি!
ছোটবেলা থেকেই টিভিতে মুখ দেখানোর ইচ্ছা ছিল বাট কোনো নাটক ইভেন টক শোতেও চান্স পাননি, এই জন্য?
আসল কারণ...
 আমি তো ডাকিনি, এ পথে যাচ্ছিলাম, ওনারাই ডেকে এনে দাঁড় করিয়ে দিলেন!

মানববন্ধন
নাগরিক জীবনের চাপে মানুষে মানুষে অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে। সেই দূরত্ব দূর করে কাছে থাকাটা প্র্যাকটিস করছেন?
যে হারে মানুষ বাড়ছে তাতে আর বেশি দিন বাকি নেই, যেদিন সবাইকে এভাবেই দাঁড়িয়ে থাকতে হবে। আপনারা একটু আগেই সেটা শুরু করলেন?
আপনারা তো ভাই পশু না যে চাইলেও ‘পশুবন্ধন’ করতে পারবেন। তাই যেটা পারবেন, সেটাই করছেন?
আসল কারণ...
 জি, না, ওরা বলল, দাঁড়ালেই ১০০ টাকা পাব শুনে লোভ সামলাতে পারলাম না!

হরতাল
রাস্তা ফাঁকা করে একটু ক্রিকেট খেলবেন বলে?
হরতালে কিছু গাড়ি পুড়িয়ে লোডশেডিংয়ের সময় আলোর ব্যবস্থা করার জন্য?
ঢাকাবাসীকে ট্রাফিক জ্যামমুক্ত একটি দিন উপহার দেওয়ার জন্য?
আসল কারণ...
 না রে ভাই, বিরোধী দলে আছি, হরতাল না করলে কি প্রেসটিজ থাকে!

অনশন
দাম যে হারে বেড়েছে, তাতে এমনিতেও না খেয়েই থাকতে হয়। তাই না খাওয়াটাকে সেলিব্রেট করছেন?
ফ্যাটি খাবার খেয়ে ভুঁড়ি বেড়ে গেছে? ডায়েটও কন্ট্রোল করা যাচ্ছিল না, এ জন্যই ‘অনশন’-এর আশ্রয় নিলেন?
স্ত্রী রান্নার অনুষ্ঠান দেখে নতুন খাবার রেঁধেছেন, সেটে খাওয়ার হাত থেকে উদ্ধার পেতে এখানে চলে এসেছেন?
আসল কারণ...
 আ রে না, দু-এক ঘণ্টা পর মন্ত্রী নিজ হাতে ফ্রি এক প্যাকেট জুস খেতে দেবেন বলে!

লংমার্চ
এ আর এমন কী, লংমার্চ ডিভি ভিসাটা লাগলে তো আপনি আমেরিকা পর্যন্ত লংমার্চ করতে রাজি ছিলেন। তাই না?
অনেক দিন দূরে কোথাও বেড়াতে যাওয়া হচ্ছে না, তাই ভাবলেন...
আপনার তিন-চারটা গাড়ি লংমার্চের জন্য ভাড়া দিয়েছেন, সেগুলোর সেফটি নিশ্চিত করার পাশাপাশি দেশের সেফটির জন্যও এ কর্মসূচিতে যাচ্ছেন?
আসল কারণ...
 জি না, ভাই, আমার শ্বশুরবাড়ি ওদিকেই। শ্যালিকা অনেক দিন ধরে যেতে বলছে, যাওয়া হচ্ছিল না, তাই ভাবলাম...

মিছিল
নষ্ট হয়ে যাচ্ছে গলা, তাই উচ্চরাগে বাকচর্চা করে গানের গলাটা সাধিয়ে নিচ্ছেন?
ডাক্তার খাওয়ার পর আধঘণ্টা হাঁটতে বলেছেন, আপনি আসলে সেটাই করছেন?
এতগুলো মানুষ কোথায় যাচ্ছে, সেটা দেখার জন্য তাদের সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছেন?
আসল কারণ...
 কে বলছে আমি মিছিল করছি? আমি তো টাকা-পয়সা দিয়ে মিছিলটা করাচ্ছি।

No comments

Powered by Blogger.