ক বি তা-বৈশাখের ঝড়ে by শেখ আতাউর রহমান

অনেক অনেক দিন আগে
এমন এক বৈশাখে
উঠেছিল ঝড়


লণ্ডভণ্ড হয়েছিল আমবাগান
দামাল কিশোর-কিশোরীরা পালিয়েছিল ত্রাসে
শুধু পালালে না তুমি, ঘূর্ণিঝড়ের আঘাতে
হঠাৎ নেমে আসা পাখির মতো ভেজা চুলে কাঁপতে কাঁপতে
এসে দাঁড়িয়েছিলে
আমারই পাশে।
বল মেয়ে বল, বল কিসের আশ্বাসে?
তোমার সারা শরীরে ঝরছিল
বোশেখের অনর্গল ধারা
কাঁপছিলে শীতে
আর আমার হূৎপিণ্ডের ভিতে
দ্রিমদ্রিম দামামা বাজিয়েছিল কারা?
জানি না। দুজনে নির্বাক
গাছের ডালে বসে ছিল এক জোড়া কাক
সব দেখেছিল তারা
হায়, সেই প্রেম আজ পথহারা!
কখনো আঁধার কখনো বজ্রপাত
অকস্মাৎ
অমোঘ নিয়তির মতো দু’জোড়া ভেজা ঠোঁট
যুক্ত হয়েছিল
সুখে না দুখে-বুঝিনি। সব এলোমেলো।
পরিণাম জেনে ভেজা কাক কেঁদে উঠেছিল
আম্রশাখে
অনেক অনেক দিন আগে
এমনই এক বৈশাখে।

No comments

Powered by Blogger.