গেমস-অজানা পথের হাতছানি by সুমন পাটওয়ারী

আগের চেয়ে আরও বেশি পানি, চারদিকে পানি, শুধু পানি। হঠাৎ একজন নাবিক দেখল পানিতে গাছের ডাল ভেসে আসছে। ডালে একদম সরস বেরি। ডাঙা!! খুব কাছে কোথাও রয়েছে ডাঙা!! তাদের হতাশ মনে আবারও জেগে উঠল আশা। সবাই অধীর হয়ে আছে ডাঙার জন্য।


এ রকম অজানার উদ্দেশে হাতছানি দিতে কার না ইচ্ছা করে! এ রকম সাহসী হয়ে উঠতে পারেন আপনি নিজেও। ছুটে যেতে পারেন দূর থেকে দূরান্তরে। শুধু সাহস পুঁজি করে খুঁজে বেড়াতে পারেন নতুন নতুন জায়গায়। ফলে অজানাকে নতুন করে জানতে অ্যাসপায়ার মিডিয়া তৈরি করেছে কম্পিউটার গেমস ১৭০১ এডি। গেমসের সময়কাল ধরে কাঠের তৈরি জাহাজ ভাসিয়ে দিতে হবে গেমারকে অজানার উদ্দেশে। সাত সমুদ্র তেরো নদী পার হয়ে গেমারকে বিভিন্ন জায়গায় জাহাজ ভিড়িয়ে ব্যবসা-বাণিজ্য করতে হবে। এর সঙ্গে সেসব স্থানের রাজনীতি, সংস্কৃতি সবকিছুর সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে। যাতে করে তার লক্ষগুলো পূরণ করতে পারে। হাজার হাজার বর্গমাইলজুড়ে গেমসের জায়গা নির্ধারণ করা হয়েছে। এক রাজ্য থেকে আরেক রাজ্যের দূরত্ব কয়েক হাজার মাইল। আর তাই কোনো রাজ্যে ব্যবসা করতে চাইলে গেমারকে এ বিশাল দূরত্ব অতিক্রম করে তবেই সেখানে ব্যবসা করতে হবে। আর রাজ্যটিতে ব্যবসা করে সেখান থেকে মালামাল গেমারের নিজের রাজ্যে বহন করে নিয়ে আসতে হবে এ বিশাল পথ পার করেই। নির্বাচন করতে হবে নতুন নতুন দ্বীপ এবং সেখানে বসবাসের সুযোগ-সুবিধাসহ সবকিছু। এ তো গেল স্থান নির্বাচনের পালা। ঘরবাড়ি বানানোর সঙ্গে সঙ্গে নজর রাখতে হবে লোকজন ঠিকমতো বসবাস করতে পারছে কি না, ঠিকমতো সম্পদ সংগ্রহ করা হচ্ছে কি না, এ ধরনের সবকিছু। ফলে সব মিলিয়ে বেশ নজর দিয়ে খেলতে হবে গেমারকে। গেমসের গ্রাফিক্স এবং শব্দশৈলী মোটামুটি ধরনের।

যা যা প্রয়োজন
অপারেটিং সিস্টেম: উউন্ডোজ ২০০০, এক্সপি
প্রসেসর: পেন্টিয়াম থ্রি
ভিডিও কার্ড: থ্রিডি গ্রাফিক্স এক্সিলারেটর
সিডি-রম ড্রাইভ: ৮ এক্স
র‌্যাম: ১২৮ মেগাবাইট
ভিডিও মেমোরি: ১৬ মেগাবাইট
ডাইরেক্ট এক্স: ৯.০
হার্ডডিস্ক: ৩০০০ মেগাবাইট খালি জায়গা

No comments

Powered by Blogger.