চম্পাবতীর ছড়া by আবেদীন জনী

খুকির ঠোঁটে ঠোঁটে
অনেক কথা অনেক হাসি
খইয়ের মতো ফোটে।


খুকির চোখের পাতা
আশার আলো ছড়িয়ে থাকা
রঙিন ছবির খাতা।

খুকির গানের সুর
মায়ের মনের বাপের মনের
কষ্ট করে দূর।

খুকির মনের আকাশ
চাঁদ-তারাদের ঝলক লাগা
দেখবি যদি তাকাস।

খুকির মেঘলা চুল
চুলের খোঁপায় আছে গাঁথা
হলুদ গাঁদা ফুল।

খুকির বন্ধু প্রজাপতি
নামটি খুকির চম্পাবতী।

No comments

Powered by Blogger.