অহেতুক কৌতুক

স্বামী: সম্মোহনবিদ্যা আবার কী গো? শিক্ষিত স্ত্রী: সম্মোহনবিদ্যা জানলে দ্বিতীয় কোনো মানুষকে নিজের বশে রেখে তাকে দিয়ে ইচ্ছেমতো কাজ করানো যায়। স্বামী: ওটা আবার সম্মোহনবিদ্যা নাকি? ওটা তো বিয়ে।ডাক্তার, আমি সব সময় দুটো দেখি।


: ওই চেয়ারটায় বসুন।
: কোন চেয়ারটায়?

বস: তুমি wife dying বলে অফিস কামাই দিলে অথচ আমি দেখলাম তোমার স্ত্রী একটি বিউটি পারলার থেকে বেরোচ্ছে।
স্টাফ: স্যার ঠিকই দেখেছেন আমি ‘হেয়ার ডাইং’-এর কথাই বলতে চেয়েছিলাম।

মা: মাত্র একটা হাতমোজা পরেছ যে? আরেকটা হারিয়েছে?
ছেলে: না, একটাই খুঁজে পেয়েছি।

খুবই দুঃখের বিষয় যে আপনার পুরো বাড়িটা ঘূর্ণিঝড়ে উড়িয়ে নিয়ে গেছে। আবার ভেতরে আপনার স্ত্রীও ছিলেন...
: একদিক দিয়ে ভালোই হয়েছে। অনেক দিন ধরে ও বাড়িসুদ্ধ সবাইকে নিয়ে বেড়াতে যেতে চাচ্ছিল।

তরুণ: ধরা যাক, এক বোকার অনেক টাকা আছে, তাকে তুমি বিয়ে করবে?
তরুণী: কেন? কত টাকা আছে তোমার?

রাতে অন্ধকারে দুজন মুখোমুখি—
: পকেট থাইকা হাত বাইর করেন।
: কেন, তুমি হাত গুনতে পারো?
: না, টাকা গুনতে পারি।
কফির সঙ্গে হালকা দুধ মেশালে যে রঙের হয় সে রঙের টাই আছে?
: চিনি ছাড়া না চিনিসহ?
সংগ্রহে: রিসাদ মেলান

No comments

Powered by Blogger.