উন্নতির আলোয় ভাসছে দেশ কিন্তু...

অনেক বছর আগে একবার এক রাজনীতিবিদ তাঁর বক্তৃতার সময় একটি গল্প বলছিলেন:
‘এক বাবা তার তিন ছেলেকে ১০০ টাকা করে দিয়ে বললেন, এমন কিছু কিনে আনো যাতে ঘরটা পুরো ভর্তি হয়ে যায়।’


প্রথম ছেলে ১০০ টাকার খড় কিনে আনল কিন্তু ঘর পুরোপুরি ভর্তি করতে পারল না।
দ্বিতীয় ছেলে ১০০ টাকার তুলা কিনে আনল কিন্তু সেও ঘর পুরোপুরি ভর্তি করতে পারল না।
তৃতীয় ছেলে পাঁচ টাকা দিয়ে একটা মোমবাতি কিনে আনল এবং রুমের মাঝে সেটি জ্বালাল। এতে অন্ধকার কেটে গিয়ে পুরো ঘর সম্পূর্ণ আলোতে ভর্তি হয়ে গেল।

সেই রাজনীতিবিদ থামলেন না। আরও অনেক কথার পর বললেন, ‘আমাদের মাননীয় নেত্রী হচ্ছেন তৃতীয় ছেলের মতো। যেদিন থেকে তিনি দায়িত্ব নিয়েছেন, এই দেশ উন্নতির আলোতে পূর্ণ হয়ে গিয়েছে।’

পেছন থেকে আওয়াজ এল, ‘সেটা তো ঠিক আছে, কিন্তু বাকি ৯৫ টাকা গেল কই?’
[সংগৃহীত]

No comments

Powered by Blogger.