অল্প স্বল্প গল্প

চর্মের কথা কর্ণে শুনি এর চেয়ে হতেম যদি আরব বেদুইন! বড় আক্ষেপ করে লিখেছিলেন কবি। জেনিফার অ্যানিস্টনেরও নাকি এই তারকা জীবন নিয়ে অনুতাপের শেষ নেই। না, বেদুইন হওয়ার সাধ জাগেনি এই হলিউড কুইনের; তবে তিনি যা হতে চান, সেটাও শোনার পর অনেকের ঠিক নিজের কানকে (কিংবা নিজের চোখকেও) বিশ্বাস


হবে না। অ্যানিস্টনের শখ, তিনি হবেন চর্মচিকিৎসক। হরিবল বসেস ছবিতে দন্তচিকিৎসকের ভূমিকায় অভিনয় করা এই ৪৩ বছর বয়সী আসলে নিজের ত্বকে বয়সের ছাপ ফেলতে চান না একদমই। আধুনিক প্রযুক্তি ও চিকিৎসাবিজ্ঞানের সাহায্যে কীভাবে ত্বকের সজীবতা ধরে রাখা যায়, এ নিয়ে প্রতিদিনই রীতিমতো গবেষণা করেন অ্যানিস্টন। আর এই করতে করতেই চর্মচিকিৎসা পেশার ওপর ভালোবাসা জন্মেছে। ‘সত্যিই একজন চর্মচিকিৎসক হতে পারলে আমার ভালো লাগত। এটার ওপর রীতিমতো নেশা ধরে গেছে আমার। প্রতিদিনই ত্বকের বিভিন্ন পণ্য, লেজার এসব নিয়ে পড়ি ইন্টারনেটে। আমি নিজে এই আসক্তির নাম দিয়েছি লেজার-পর্ন’—বলেছেন অ্যানিস্টন।

খলেই বল!
এ জগতে হায় সবাই ‘হিরো’ই হতে চায়! খলনায়ক হওয়ার সাধ কারও বুঝি নেই। না আছে। জুলিয়া রবার্টসের আছে। খলখলিয়ে হেসে রবার্টস বলছেন, খলেই চরিত্রের বল! খল চরিত্রেই নাকি আসল মজা। রূপকথানির্ভর নতুন ছবি মিরর মিরর-এ দুষ্টু রানির চরিত্রে অভিনয় করেছেন রবার্টস। এমন নেতিবাচক চরিত্রে তাঁকে দেখার অভিজ্ঞতাটা অনেকের জন্যই হবে নতুন। যদিও রবার্টস বলছেন, ‘ভিলেনের ভূমিকায় অভিনয় করাটা আমার কাছে মনে হয়েছে অনেক মজার। কারণ এতে বাঁধাধরা কোনো নিয়ম নেই যে আমাকে চরিত্রটা এভাবে উপস্থাপন করতেই হবে। তাই আমার যখন যা মনে হয়েছে করেছি। আসলে বাস্তবে একটা মানুষ এমনটা আসলেই করত কি না এ নিয়ে ভেবে ভেবে হয়রান হতে হয়নি। সেই হিসেবে এটা অনেক মজার একটা অভিজ্ঞতা।’

রাশির দোষ
আমান্ডা বাইনেসের রাশিফলের এই মাসে কী লেখা ছিল কে জানে। তবে এটা নিশ্চিত, লেখা ছিল: ‘গাড়ি চালনা অশুভ। ভুল করিয়াও স্টিয়ারিং হুইল ধরিবেন না।’ এক মাসের ব্যবধানে দু-দুবার গাড়ি চালাতে গিয়ে বাড়াবাড়ি করে ফেলেছেন। প্রথমবার অল্পের ওপর দিয়েই গেছে। অপরাধটাও ছিল লঘু। গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলা। দ্বিতীয়বার গাড়ি তাঁকে একেবারে যাকে বলে ‘শ্বশুরবাড়ি’ নিয়ে গেছে। শ্রীমুখখানা বেজার করে তিনি গেছেন শ্রীঘরে। এবারের অপরাধ যে রীতিমতো মদ্যপ অবস্থায় গাড়ি চালানো। হোয়াট আ গার্ল ওয়ান্টস, সিডনি হোয়াইট, ইজি ছবিতে অভিনয় করা বাইনেসকে গত শুক্রবার রাত তিনটার সময় গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ। পুলিশের একটি গাড়িকেও নাকি বেশ ধাক্কাটাক্কা দিয়ে সে এক কাণ্ড করে বসেছেন এই ২৬ বছর বয়সী। ২০১০ সালে মাত্র ২৪ বছর বয়সে টুইটারে ঘোষণা দিয়ে অভিনয়কে বিদায় জানানো এই অভিনেত্রীকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় হাজতে। পরে অবশ্য পাঁচ হাজার ডলার জামিন দাখিল করে মুক্তি পেয়েছেন। তবে এখানেই হ্যাপা শেষ হচ্ছে না। আদালতে হাজিরা দিতে হবে বাইনেসকে।
রাজীব হাসান
তথ্য: রয়টার্স, এএনআই, আইএএনএস

No comments

Powered by Blogger.