অবশেষে রাস্তায় মেঘ... by নাজমুল হাসান

দীর্ঘ এক মাস পার হলেও সাগর-রুনি সাংবাদিক দম্পতি হত্যাকারীদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সাংবাদিক দম্পতি হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি সমগ্র দেশবাসীর। সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হলেও তারা ব্যর্থ।

তাই পিতা-মাতার হত্যাকারীদের শাস্তির দাবিতে অবশেষে রাস্তায় নামতে হলো সাগর-রুনির একমাত্র ছেলে মেঘকে। রোববার প্রেসক্লাবের সামনে এটিএন বাংলার সংবাদকর্মীরা হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে। এ সময় মানববন্ধনে রাস্তায় দাঁড়িয়ে পিতা-মাতা হত্যাকারীদের শাস্তি চায় শিশু মেঘও।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মঞ্জুরুল আহসান বুলবুল, মাছরাঙা টেলিভিশনের শাহ আলমগীর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, ঢাকা রিপোর্টার্স ইউনিয়নের (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, এটিএন বাংলার প্রধান বার্তা সম্পাদক (সিএনই) জ.ই. মামুন।

মানববন্ধনে মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, দীর্ঘ এক মাস পার হলেও পুলিশ কোনও ক্লু বের করতে পারেনি। আমরা সরকার ও পুলিশ প্রশাসনের এ ব্যর্থতার তীব্র নিন্দা জানাই।

তিনি আরও বলেন, যদি আগামী ১৮ মার্চের মধ্যে কাউকে গ্রেফতার করা না হয় তবে সারা দেশের সাংবাদিকরা কঠোর কর্মসূচি পালন করবে।

No comments

Powered by Blogger.