একাত্তরের নিশান by খালেক বিন জয়েনউদদীন

স্বাধীনতার ফুল ফুটেছে গাছগাছালির শাখায়
ফুল ফুটেছে মা-মাটিতে ছোট্ট খুকুর আঁকায়।
ফুলের শোভায় রঙিন তুলো অনেক সাধের বাংলা

পুবাল হাওয়ায় দুলছে ডগা, সবুজবরণ জাংলা।
ফুল ফুটেছে পাহাড়-টিলা, নীল বিথারের আকাশে
মাঠ-প্রান্তর, নদীর পাড়ে ফুরফুরানি বাতাসে।
সে ফুল তুলো রক্তে রাঙা একাত্তরের নিশান—
জমিনজুড়ে পতপতানি সবাই দ্যাখো, কী শান!

No comments

Powered by Blogger.