বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩৪৮ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। মোজাহার উল্লাহ, বীর উত্তম সাহসী এক নৌ-কমান্ডো রাতের অন্ধকারে সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে মোজাহার উল্লাহ উপস্থিত হলেন নদীর তীরে। বর্ষণমুখর রাত। গাঢ় অন্ধকারে কিছু দেখা যায় না। মোজাহার উল্লাহ সহযোদ্ধাদের প্রস্তুত করে নামিয়ে দিলেন পানিতে।

তিনিসহ কয়েকজন নদীর তীরে থাকলেন সহযোদ্ধাদের নিরাপত্তায়। নদীতে সার্চলাইটের তীব্র ঝলমল আলো। চারদিকে কোনো সাড়াশব্দ নেই। বন্দর ঘুমে অচেতন। মধ্যরাতে পানি তোলপাড় করে বিকট শব্দে নিস্তব্ধতা খান খান হয়ে পড়ল। একের পর এক বিস্ফোরিত হতে থাকল মাইন। জাহাজগুলো বাজাতে থাকল সাইরেন। এ ঘটনা চট্টগ্রাম বন্দরে। ১৯৭১ সালের ১৫ আগস্ট। তখন ঘড়ির কাঁটা অনুসারে ১৬ আগস্ট।
চট্টগ্রাম বন্দরে এই অপারেশনে অংশ নিতে মুক্তিবাহিনীর নৌ-মুক্তিযোদ্ধারা ভারত থেকে চট্টগ্রামে এসে সমবেত হন ১২ আগস্ট। নৌ-মুক্তিযোদ্ধারা ছিলেন মোট ৬১ জন। তিনটি দলে বিভক্ত। একটি দলের নেতৃত্বে ছিলেন মোজাহার উল্লাহ। ভারত থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাঁরা চট্টগ্রামে পৌঁছান। তাঁদের প্রত্যেকের সঙ্গে ছিল ২০ কেজি ওজনের বোঝা। লিমপেট মাইন, ফিনস, গ্রেনেড, বিস্ফোরক, শুকনা খাবারসহ অন্যান্য সামগ্রী। অর্ধেক পথ তাঁরা হেঁটে যান। তিনটি দলের মধ্যে একটি দল চট্টগ্রাম শহরে পৌঁছাতে ব্যর্থ হয়। তারা সীতাকুণ্ডে আটকা পড়ে। মোজাহার উল্লাহ তাঁর দল নিয়ে নির্ধারিত সময়ে চট্টগ্রামে পৌঁছান।
১৫ আগস্ট রাতে নৌ-মুক্তিযোদ্ধারা তাঁদের গোপন শিবির থেকে বেরিয়ে কর্ণফুলী নদীর তীরে বন্দরের অপর পাড়ে সমবেত হন। শেষ মুহূর্তে তিনজন নৌ-মুক্তিযোদ্ধা অপারেশনে অংশ নিতে অস্বীকৃতি জানালে তাঁদের সংখ্যা দাঁড়ায় ৩৭। আবদুল ওয়াহেদ চৌধুরী (বীর উত্তম-বীর বিক্রম), মোজাহার উল্লাহ, শাহ আলম (বীর উত্তম) এবং খোরশেদ আলম (বীর প্রতীক) নদীর তীরে বিভিন্ন স্থানে পাহারায় থাকেন।
নৌ-মুক্তিযোদ্ধারা পানিতে নেমে সাঁতরে নির্দিষ্ট টার্গেটে (জাহাজ, বার্জ প্রভৃতি) সফলতার সঙ্গে লিমপেট মাইন লাগিয়ে নিরাপদ দূরত্বে সরে যান। আধা ঘণ্টা পর থেকে মাইনগুলো একের পর এক বিস্ফোরিত হতে থাকে। সেদিন তাঁদের অপারেশনে প্রায় ১০টি টার্গেট সম্পূর্ণভাবে ধ্বংস বা নিমজ্জিত হয়। এর মধ্যে ছিল এমভি আল আব্বাস, এমভি হরমুজ জাহাজ, মৎস্য বন্দরে নোঙর করে রাখা বার্জ ওরিয়েন্ট, নৌবাহিনীর দুটি গানবোট এবং একটি পন্টুন। এ ছাড়া ছিল ছোট-বড় আরও কয়েকটি বার্জ।
মোজাহার উল্লাহ ১৯৭১ সালে বিমা কোম্পানিতে চাকরি করতেন। কর্মরত ছিলেন পশ্চিম পাকিস্তানের (বর্তমান পাকিস্তান) করাচিতে। মার্চ মাসে ছুটিতে বাড়িতে ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। চট্টগ্রামের প্রতিরোধযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। প্রতিরোধযুদ্ধ শেষে ভারতে যাওয়ার পর যোগ দেন মুক্তিবাহিনীর নৌ উইংয়ে। তিনি মুক্তিযুদ্ধে যোগ দেওয়ায় পাকিস্তান সেনাবাহিনী তাঁর বাবাকে আটক করে নির্মমভাবে হত্যা করে। তাঁদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।
মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্বের জন্য মোজাহার উল্লাহকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৩ সালের সরকারি গেজেট অনুযায়ী তাঁর বীরত্বভূষণ নম্বর ৫০।
মোজাহার উল্লাহ স্বাধীনতার পর বিমা পেশাতেই জড়িত ছিলেন। কয়েক বছর রোগভোগের পর ২০০৮ সালে তিনি মারা যান। অসুস্থ অবস্থায় তিনি সুচিকিৎসা পাননি। তাঁর পৈতৃক বাড়ি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ভালুকা গ্রামে (ডাক করের হাট)। তাঁর বাবার নাম আলী আজম। মা খায়রুননেছা। স্ত্রী দেল আফরোজ। তাঁর এক ছেলে ও চার মেয়ে।
মোজাহার উল্লাহ বীর উত্তমের স্ত্রী দেল আফরোজ বলেন, ‘চট্টগ্রামের কোথাও আমার স্বামীর নামে কোনো কিছুর নামকরণ করা হয়নি। যদিও অনেক লোকের নামে অনেক স্থাপনা রয়েছে। আমার স্বামী যে স্থানে বীরত্বপূর্ণ কাজের জন্য খেতাব পেয়েছেন, সেখানে তাঁর নামে একটি স্থাপনার নামকরণ করার জন্য দাবি জানাচ্ছি।’
সূত্র: দেল আফরোজ এবং বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর ১০।
গ্রন্থনা: রাশেদুর রহমান
trrashed@gmail.com

No comments

Powered by Blogger.