ঢাকা অঞ্চলের ভাষা প্রতিযোগ আজ

এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের ঢাকা আঞ্চলিক উৎসব আজ শুক্রবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শুরু হবে সকাল নয়টায়। এর মধ্যে প্রতিযোগিতার সব প্রস্তুতি শেষ হয়েছে। উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও ভাষা প্রতিযোগ পর্ষদের সভাপতি ড. আনিসুজ্জামান ও কথাশিল্পী সেলিনা হোসেন।

ঢাকা অঞ্চলের প্রতিযোগিতায় গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ২০০ জন শিক্ষার্থী চারটি বিভাগে নাম নিবন্ধন করেছে।
সকাল নয়টায় উৎসবের উদ্বোধন করবেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ (দায়িত্বপ্রাপ্ত) মো. নূরুল ইসলাম ভূঁইয়া। উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, অধ্যাপক সৈয়দ আজিজুল হক, অধ্যাপক সৌমিত্র শেখর, সহকারী অধ্যাপক মোহাম্মদ আজম, ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ সিকদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক খালেদ হোসাইন, অধ্যাপক মহাম্মদ দানীউল হক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের উপাধ্যক্ষ ফেরদৌস আরা বেগম, এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তা ইফতেখার হাসান, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান,উপসম্পাদক আনিসুল হক, সহকারী সম্পাদক অরুণ বসু ও ভাষা প্রতিযোগের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তারিক মনজুর।
দিনব্যাপী এই অনুষ্ঠানে পরীক্ষার পাশাপাশি থাকবে প্রশ্নোত্তর পর্ব ও সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে ক্লোজআপ তারকা কিশোর ও আতিক গান গাইবেন। প্রতিযোগীদের সকাল সাড়ে আটটায় অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

No comments

Powered by Blogger.