রসকারণ-পারমাণবিক যুদ্ধ হলে তেলাপোকা কি বাঁচবে? by আব্দুল কাইয়ুম

ছোটখাটো বিস্ফোরণে হয়তো বাঁচতে পারে, কিন্তু আধুনিক যুগে যদি পারমাণবিক যুদ্ধ বাঁধে, তাহলে তাদের ঘোর দুর্দিন। যদিও সব সময় আমরা বলি, ডায়নোসরের মতো বিরাট প্রাণী বিলুপ্ত হয়ে গেছে অথচ তেলাপোকা প্রায় ২৮ কোটি বছর ধরে বীরদর্পে টিকে আছে! এমনকি তার মাথা না থাকলেও অন্তত সপ্তাহ খানেক বেঁচে থাকতে পারে। সবই ঠিক।


কিন্তু এ যুগে পারমাণবিক যুদ্ধ হলে তেলাপোকাও টিকবে না। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, পারমাণবিক যুদ্ধের প্রথম ধাক্কায় যেসব কীটপতঙ্গ নির্মূল হয়ে যাবে তাদের মধ্যে তেলাপোকাও রয়েছে। দেখা গেছে, এক হাজার র‌্যাড জেতস্ক্রিয় বিকিরণে মানুষ মারা যায়, তেলাপোকা মারা যায় ২০ হাজার র‌্যাডে, ফলের পোকা ৬৪ হাজার র‌্যাডে আর ভিমরুল এক লাখ ৮০ হাজার র‌্যাডে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৫ সালে হিরোশিমায় আণবিক বোমা ফেলা হয়। ওই বিস্ফোরণে গামা রশ্মির তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা ছিল প্রায় ১০ হাজার র‌্যাড। বর্তমানে আরও অনেক বেশি শক্তিশালী পারমাণবিক বোমা রয়েছে বলেই তেলাপোকা হুমকির মুখে।

No comments

Powered by Blogger.