ব্যাপারটা কী শকিং! by আখতারুজ্জামান আজাদ

হূৎপিণ্ডে আধেক মায়া,
আধেক দেখি ছল;
ছলাৎ ছলাৎ ছিটকে পড়ে
কচুপাতার জল।
এই দেখি তো তুলতুলে সফট,
আবার দেখি রকিং;
ব্যাপারটা বেশ শকিং!

কখন কিসে ‘না’ হয়ে যায়,
কখন কিসে ‘হ্যাঁ’?
এই তো শুনি অট্টহাসি,
এই তো শুনি ‘ভ্যাঁ’!
হঠাৎ দেখি পিন-সাইলেন্স,
হঠাৎ টু মাচ টকিং;
ব্যাপারটা বেশ শকিং!

কে জানে সে কখন জ্বলে,
কখন সে যায় নিভে;
কি জানি কি মগজে তার,
কি জানি কি জিবে!
হঠাৎ দেখি লাজুক তারে,
হঠাৎ নিলাজ মকিং;
ব্যাপারটা বেশ শকিং!

তাহার এক হাতে এক খণ্ড বরফ,
আরেক হাতে পানি;
বরফ-পানির হঠাৎ খেলায়
দগ্ধ হূদয়খানি!
হঠাৎ কোথায় সুদূর হারায়,
হঠাৎ দ্বারে নকিং;
ব্যাপারটা বেশ শকিং!

ব্যাপারটা কী শকিং—
নারী-হূদয়ের কেমিস্ট্রি বোঝেনি খোদ হকিং!

No comments

Powered by Blogger.