মার্শ বাদ, হাডিন বিশ্রামে

আগামী সপ্তাহে শুরু হতে চলা অস্ট্রেলিয়া, ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ত্রিদেশীয় সিরিজের প্রথম তিন ম্যাচের দলে নেই শন মার্শ। ভারতের বিপক্ষে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে ব্যর্থ হওয়ায় অস্ট্রেলিয়ার এই টপ অর্ডার ব্যাটসম্যানকে বাদ দিয়েছেন দেশটির নির্বাচকেরা।


মার্শের ব্যর্থতার চিত্রটা এবার দেখুন। চার টেস্টে ছয়টি ইনিংসে ব্যাট করেন মার্শ। সবকটি ইনিংস মিলিয়ে মাত্র ১৭ রান সংগ্রহ করতে সক্ষম হন ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান। এর পরিণতি, ২০০৮ সালে অভিষেকের পর নিয়মিত ওয়ানডে দলে খেলা মার্শ আসন্ন ত্রিদেশীয় সিরিজের দলে উপেক্ষিত থাকলেন।
আজ সোমবার ঘোষিত ১৪ সদস্যের দলে জায়গা হয়নি নিয়মিত উইকেটরক্ষক ব্রাড হাডিনেরও। তাঁকে বিশ্রামে রেখেছেন নির্বাচকেরা। ঘোষিত দলে নতুন মুখ চারটি। রয়টার্স।
স্কোয়াড: মাইকেল ক্লার্ক, ডেভিড ওয়ার্নার, রিকি পন্টিং, পিটার ফরেস্ট, ড্যান ক্রিস্টিয়ান, ডেভিড হাসি, মাইক হাসি, ম্যাথু ওয়েড, ব্রেট লি, রায়ান হ্যারিস, মিচেল স্টার্ক, হাভিয়ের ডোহার্টি, ক্লিন্ট ম্যাকাই ও মিচ মার্শ।

No comments

Powered by Blogger.