ছাত্র ইউনিয়নের সভায়-সরকারের বিরুদ্ধে আন্দোলনের আহ্বান

ছাত্র ইউনিয়ন বলেছে, সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড অগণতান্ত্রিক। জাতীয় পরিষদ বিরোধী দলগুলোর ওপর সরকারের দমন-নির্যাতন, হত্যা-গুমসহ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে। গতকাল রোববার ছাত্র ইউনিয়নের জাতীয় পরিষদ সভা থেকে এ আহ্বান জানানো হয়েছে।


একই সঙ্গে শিক্ষাঙ্গনে ছাত্রলীগ-ছাত্রশিবিরের চলমান সন্ত্রাস-দখলদারি, ভর্তিবাণিজ্য, টেন্ডার-বাণিজ্য প্রতিরোধে ছাত্র আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা।
সভায় সংগঠনের নেতারা বলেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারতের টিপাইমুখে বাঁধ নির্মাণের অকার্যকর প্রতিবাদ হয়েছে। সীমান্তে হত্যাকাণ্ড প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, যুদ্ধাপরাধ, পরারষ্ট্রনীতি, শিক্ষাঙ্গন পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়েও আলোচনা হয়।
কেন্দ্রীয় সংসদের সভাপতি ফেরদৌস আহমেদের সভাপতিত্বে সভায় সংগঠনের ৮৮টি সাংগঠনিক জেলার জাতীয় পরিষদ সদস্যরা অংশ নেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এস এম শুভ। সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অকালপ্রয়াত সভাপতি হাসান ইকবালের স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়।

No comments

Powered by Blogger.