সুহৃদ পেল গঠনতন্ত্র by আবদুল হালিম রিমন

মহাসমাবেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সমকাল সুহৃদ সমাবেশের গঠনতন্ত্র। মহাসমাবেশের এ অংশে সভাপতিত্ব করেন সমকাল যুগ্ম সম্পাদক রাশীদ উন নবী। তিনি বলেন, একটি সংগঠনকে টিকে থাকা এবং সঠিকভাবে পথচলার জন্য গঠনতন্ত্র অপরিহার্য। আজ সুহৃদ সমাবেশের সাংগঠনিক শক্তিকে গতিশীল করতে যে গঠনতন্ত্র প্রণয়ন করা হয়েছে সেটি সুহৃদের অনেক পথ এগিয়ে দেবে। তিনি সুহৃদদের গঠনতন্ত্র ভোটে দিলে, তা সর্বসম্মতভাবে


কণ্ঠভোটে পাস হয়। গঠনতন্ত্র সুহৃদের মধ্যে উপস্থাপনা করেন সুহৃদের সহ-সম্পাদক আবু কাউছার খোকন। গঠনতন্ত্র নিয়ে আলোচনা করেন সুহৃদ আকাশ মামুন। তিনি বলেন আধুনিক সংগঠন পরিচালনার জন্য গঠনতন্ত্রটি অত্যন্ত জরুরি। গঠনতন্ত্রের মধ্য দিয়ে কাজগুলো করা আরও সহজ হবে। তিনি বলেন, আমি এ গঠনতন্ত্র পেয়ে অনেক আনন্দিত। এ গঠনতন্ত্র নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে আসা সুহৃদদের মতামত নিতে গেলে ঢাকা কলেজের সুহৃদ শাহ পরান বলেন, গঠনতন্ত্র পেয়ে আমরা খুব আনন্দিত। এর মধ্য দিয়ে আগামীতে আমাদের পথচলা আরও সহজ হবে। কুমিল্লা জেলার সুহৃদ তামজীদ বলেন, গঠনতন্ত্র পড়ে আমার খুব ভালো লাগছে। আর এ গঠনতন্ত্রের জন্য সমকালের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। চাঁদপুরের আরেক সুহৃদ বলেন, শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড তেমনি গঠনতন্ত্র হলো সুহৃদের মেরুদণ্ড। আর এ গঠনতন্ত্র যারা তৈরি করছেন তাদের আমি অনেক ধন্যবাদ জানাই। পুরান ঢাকার সুহৃদের সাংগঠনিক সম্পাদক নুসরাত জাহান বলেন, একটা মানুষ যেমন মেরুদণ্ড ছাড়া বাঁচতে পারে না তেমনি গঠনতন্ত্র ছাড়া সুহৃদের পথচলা অনেকটা বাধা হয়ে ছিল। আজ আমরা সে গঠনতন্ত্র পেলাম। এতে আমরা খুব আনন্দিত। সিলেট জেলার সুহৃদের সভাপতি রকিবুল ইসলাম বলেন, গঠনতন্ত্র যে কোনো সংগঠনের জন্য অত্যন্ত প্রয়োজন। আমি এ গঠনতন্ত্রের জন্য সিরাজুল ইসলাম আবেদকে সাধুবাদ জানাই। কেন্দ্রীয় কমিটির সভাপতি তারেক মামুন সজিব বলেন, সাত বছর পর সুহৃদের গঠনতন্ত্র পেলাম। আর এতে করে আমাদের সংগঠনের কার্য ক্ষমতা বেড়ে যাবে। এ ছাড়া ভোলার এক সুহৃদ বলেন, গঠনতন্ত্র ছাড়া একজন মানুষ কিছু বলতে গেল নিজের কাছে অনেক খারাপ লাগে। আজ সেই গঠনতন্ত্র পেলাম। এতে আমি অনেক অনেক আনন্দিত। গঠনতন্ত্রের বিষয়াবলি নিয়ে সুহৃদদের মধ্যে ব্যাপক উত্তেজনা ও আনন্দ দেখা যায়।
সাংগঠনিক সম্পাদক
সুহৃদ সমাবেশ, বগুড়া

No comments

Powered by Blogger.