১৪ বেসামরিক আফগান নিহত

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে গত শনিবার রাতে ন্যাটোর বিমান হামলায় অন্তত ১৪ জন বেসামরিক আফগান নিহত ও ছয়জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ গতকাল রোববার এ তথ্য জানিয়েছে।
হেলমান্দ প্রদেশের গভর্নরের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, গত শনিবার প্রদেশের নওজাদ এলাকায় মার্কিন মেরিন ঘাঁটিতে একদল বন্দুকধারী হামলা চালায়। এ সময় ঘাঁটির পক্ষ থেকে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা-সহায়তা বাহিনীর (আইএসএএফ) সহযোগিতা চাওয়া হলে ন্যাটো এই বিমান হামলা চালায়। হামলায় দুটি বাড়ির বেসামরিক নাগরিক হতাহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন মেয়ে, সাতজন ছেলে ও দুজন নারী রয়েছে। আহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে।
আইএসএএফের মুখপাত্র মেজর টিম জেমস বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আইএসএএফের বিমান হামলায় বেসামরিক নাগরিক হতাহতের এ খবর আইএসএএফের কাছে এসেছে। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে একটি যৌথ তদন্তদল পাঠানো হয়েছে। তদন্তের তথ্য গণমাধ্যমকে জানানো হবে।’
আসলাম নামের একজন স্থানীয় বাসিন্দা এএফপিকে বলেন, তিনি ওই হামলায় ১২ জন আত্মীয়কে হারিয়েছেন। এ ছাড়া ওই হামলায় শিশুসহ ১০ জন আহত হয়েছে।
এদিকে দেশটির নূরিস্তান প্রদেশের গভর্নর জামালুদ্দিন বদর গতকাল এএফপিকে বলেন, তাঁর প্রদেশে গত বুধবার মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় ১৮ জন বেসামরিক নিহত হয়। এ ছাড়া ‘ফ্রেন্ডলি ফায়ার’-এ ২০ পুলিশ নিহত হয়।
আফগানিস্তানে বিভিন্ন সময় বিদেশি বাহিনীর হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটছে। এসব ঘটনা এড়াতে ন্যাটোর রাত্রিকালীন হামলা নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে প্রেসিডেন্ট হামিদ কারজাই গত শনিবার তাঁর প্রতিরক্ষামন্ত্রী আবদুল রহিমকে নির্দেশ দেন।
২০০১ সালে আফগানিস্তানের তালেবান উৎখাতের পর থেকে দেশটিতে ন্যাটো নেতৃত্বাধীন অন্তত এক লাখ ৩০ হাজার বিদেশি সেনা মোতায়েন করা রয়েছে।

No comments

Powered by Blogger.