সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

পুঁজিবাজারে আজ রোববার সপ্তাহের প্রথম দিনটি বেশ ভালোই কেটেছে। আজ দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে। ফলে বেড়েছে সূচকও। একই সঙ্গে লেনদেনও বেড়েছে দুই স্টক এক্সচেঞ্জে।
ডিএসই সূত্রে জানা যায়, সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৮০ পয়েন্টের বেশি বেড়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে কিছুটা কমে গেলেও তার পর থেকে সূচক আবার বাড়তে শুরু করে। বেলা একটার দিকে সূচক প্রায় ১১০ পয়েন্ট বেড়ে যায়। এরপর কিছুটা কমলেও দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৯২.২৬ পয়েন্ট বেড়ে ৫,৪৮৯.৮৮ পয়েন্টে দাঁড়ায়।
এ সময় মোট ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ২৩৪টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৩৩০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের লেনদেন থেকে ৩৪ কোটি টাকা বেশি।
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বিএসআরএম স্টিল, এমআই সিমেন্ট, পিএলএফএসএল, আফতাব অটো, বেক্সিমকো, মেঘনা লাইফ ইনস্যুরেন্স, ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং, মালেক স্পিনিং ও এনবিএল।
ডিএসইতে আজ সবচেয়ে বেশি বেড়েছে ওশান কন্টেইনারের শেয়ারের দাম। এ ছাড়া খুলনা পাওয়ার কোম্পানি, মাইডাস ফিন্যান্স, আইসিবি এএমসিএল প্রথম মিউচুয়াল ফান্ড, কেয়া কসমেটিকস, বিডি থাই অ্যালুমিনিয়াম, এশিয়া ইনস্যুরেন্স, এসিআই ফরমুলেশন, রংপুর ফাউন্ড্রি ও আইসিবি ইসলামিক ব্যাংক দাম বৃদ্ধিতে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।
আজ সবচেয়ে বেশি কমেছে অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম। এ ছাড়া আনোয়ার গ্যালভানাইজিং, দুলা মিয়া কটন, প্রভাতী ইনস্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, রেকিট বেনকিজার, লিগেসি ফুটওয়্যার, অ্যাপেক্স স্পিনিং, লাফার্জ সুরমা সিমেন্ট ও সাউথইস্ট ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড দাম বৃদ্ধিতে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক ২৫৫.৯২ পয়েন্ট বেড়ে ১৫৩৩০.৩২ পয়েন্টে দাঁড়ায়। আজ সিএসইতে মোট ১৯৫টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৭৩টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৪৫ কোটি টাকার লেনদেন হয়েছে।

No comments

Powered by Blogger.