সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে আটজন নিহত

সিরিয়ায় গত শুক্রবার সরকারবিরোধী বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে কমপক্ষে আট বিক্ষোভকারী নিহত হয়েছে। একটি মানবাধিকার সংগঠন এ তথ্য জানিয়েছে।
লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সরকারের নির্মম অভিযানের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বেশ কয়েকটি শহরে মুসল্লিরা বিক্ষোভ শুরু করেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়লে দক্ষিণাঞ্চলীয় দায়েল শহরে তিনজন, দামেস্কের শহরতলি কাতানায় তিনজন, জাবাদানিতে একজন এবং জাবলেহতে একজন নিহত হয়। এর আগের শুক্রবার সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে ৪৪ জন নিহত হয়।
মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, গত ১০ সপ্তাহে সিরিয়ায় কমপক্ষে এক হাজার মানুষের প্রাণহানি হয়েছে। ফ্রান্সে বিশ্বের শীর্ষস্থানীয় শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৮ সম্মেলনে বিশ্ব নেতারা বলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালে এ ধরনের হত্যার ঘটনায় তাঁরা মর্মাহত। তাই অবিলম্বে এ ধরনের ক্ষমতার জবরদস্তিমূলক ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছেন তাঁরা।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ রাজনৈতিক সংস্কার এগিয়ে নেওয়ার জন্য দামেস্কের প্রতি আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের দুভিলে শিল্পোন্নত জি-৮ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

No comments

Powered by Blogger.